আইইউসিএন’র নির্বাচন
আরব আমিরাতকে সমর্থন দেবে বাংলাদেশ
শেখ হাসিনাকে প্রেসিডেন্ট প্রার্থীর ফোন
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতকে সমর্থন দেবে বাংলাদেশ। আইইউসিএন’র প্রেসিডেন্ট প্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক রোববার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সমর্থন কামনা করেন। এ সময় শেখ হাসিনা সম্মতি জানান। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে ইহসানুল করিম জানান, আইইউসিএন’র প্রেসিডেন্ট পদের নির্বাচনে বাংলাদেশের সমর্থন কামনা করেছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট প্রার্থী রোববার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন। এরপর সংযুক্ত আরব আমিরাতের প্রার্থীর পক্ষে বাংলাদেশের সমর্থন ব্যক্ত করা হয়। ২০২১ সালের ১৩-১৪ জানুয়ারি ফ্রান্সে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
