সুস্থ ৮৮ লাখ ৫ হাজার
বিশ্বে করোনা আক্রান্ত ১ কোটি ৪৭ লাখ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গেল এক সপ্তাহ ধরে প্রতিদিনই দুই লাখ ২০ হাজারের বেশি কোভিড রোগী বিশ্বব্যাপী শনাক্ত হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের ৯ কোটি ডোজের জন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে আগাম চুক্তি করেছে ব্রিটেন।
ফ্রান্সে পাবলিক প্লেসে মাস্ক না পরলে জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে করোনার উৎসের সন্ধানে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত আরও বড় একটি দল চীনে পাঠাতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর বিবিসি, গার্ডিয়ান ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।
বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ৪৭ লাখ ৫৬ হাজার ৫৩০ জন। মারা গেছেন ছয় লাখ ১১ হাজার ৭৩৪ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৯ হাজার ৭১৭ জনের।
সুস্থ হয়েছেন ৮৮ লাখ পাঁচ হাজার ৭০৮ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২০ হাজার ১৬২ জন, মৃত্যু হয়েছে চার হাজার ৩১৬ জনের। বিশ্ব তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৫ হাজার ২৮৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
একই সময়ে মৃত্যু হয়েছে ৪১২ জনের। যা আগের দিন ছিল যথাক্রমে ৬৩ হাজার ২৮৮ ও ৮১৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৩৯ লাখ ৩০ হাজার ৫৮ জন, মারা গেছেন এক লাখ ৪৩ হাজার ৫৩৭ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৫০ জন, মৃত্যু হয়েছে ৭১৬ জনের। যা আগের দিন ছিল যথাক্রমে ২৬ হাজার ৫৪৯ ও ৮৮৫ জন।
এতে দেশটিতে মোট রোগীর সংখ্যা ২১ লাখ দুুই হাজার ৫৫৯ জন, মৃত্যু হয়েছে ৭৯ হাজার ৫৯০ জনের। বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
এদিন করোনা শনাক্ত হয়েছে ৪০ হাজার ২৪৩ জনের, মারা গেছেন ৬৭৫ জন। এ নিয়ে দেশটিতে মোট রোগী ১১ লাখ ৫৩ হাজার ৮২৪ জন, মারা গেছেন ২৮ হাজার ৯৯ জন।
চতুর্থ স্থানে রাশিয়ায় মোট রোগীর সংখ্যা সাত লাখ ৭৭ হাজার ৪৮৬ জন, মারা গেছেন ১২ হাজার ৪২৭ জন। পেরুকে ছাড়িয়ে পঞ্চম স্থানে উঠে আসা দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত তিন লাখ ৬৪ হাজার ৩২৮ জন, মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৩৩ জনের।
পেরুতে মোট রোগী তিন লাখ ৫৩ হাজার ৫৯০ জন, মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৭৮ জনের। সপ্তম স্থানে থাকা মেক্সিকোয় মোট আক্রান্ত তিন লাখ ৪৪ হাজার ২২৪ জন, মৃত্যু হয়েছে ৩৯ হাজার ১৮৪ জনের।
চীনে আরও বড় দল পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা : করোনাভাইরাসের উৎপত্তি সন্ধানে ইতোমধ্যে দুই সদস্যের একটি দল চীনে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
চলতি মাসের শেষের দিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বড় একটি দল করোনাভাইরাসের আঁতুড়ঘর চীনে পাঠাবে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক বিশেষায়িত এই সংস্থাটি।
এমনটাই জানিয়েছেন হু’র জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান। চীনে বর্তমানে যে দুই সদস্যের দলটি রয়েছে, তাদের সহযোগিতা করছে করোনা আক্রান্ত প্রথম দেশটি।
মাইক রায়ান বলেন, আমরা খুবই সন্তুষ্ট যে, চীন আমাদের দলটিকে দারুণ সহযোগিতা করছে। আমরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত আরও বড় একটি দল চীনে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। আশা করছি জুলাইয়ের শেষদিকে আমরা দ্বিতীয় দলটিকে পাঠাতে পারব।
ফ্রান্সে মাস্ক না পরলে জরিমানা : ফ্রান্সে গণপরিবহনসহ পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ নিয়ম না মানলে ১৩৫ ইউরো জরিমানা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩ হাজার ১১৭ টাকা।
করোনার দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাব মোকাবেলায় গত সপ্তাহেই মাস্ক বাধ্যতামূলক করার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জিয়ান ক্যাসটেক্স। সোমবার থেকে জরিমানার এ নিয়ম কার্যকর হয়।
ফ্রান্সে এখন পর্যন্ত এক লাখ ৭৪ হাজার ৬৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩০ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে। করোনার ধকল কাটিয়ে সুস্থ হয়ে উঠেছে ৭৯ হাজার ২৩৩ জন।
৯ কোটি ডোজ ভ্যাকসিনের চুক্তি ব্রিটেনের : করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের ৯ কোটি ডোজ পেতে কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ব্রিটেন। বায়োএনটেক ও ফাইজারের সঙ্গে তিন কোটি ডোজের চুক্তি হয়েছে।
উভয় কোম্পানি এই প্রথম করোনা ভ্যাকসিন সরবরাহ নিয়ে কোনো দেশের সরকারের সঙ্গে চুক্তি করল। এই ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় পর্যায়ে রয়েছে। দ্বিতীয় চুক্তি হয়েছে ভালনেভা নামের কোম্পানির সঙ্গে।
এই চুক্তির আওতায় যুক্তরাজ্য ছয় কোটি ভ্যাকসিন ডোজ পাবে। এতে সুযোগ রাখা হয়েছে ভ্যাকসিন কার্যকর ও নিরাপদ প্রমাণিত হলে আরও চার কোটি ডোজ কিনতে পারবে যুক্তরাজ্য। তৃতীয় চুক্তি হয়েছে আস্ট্রাজেনেকার সঙ্গে।
এই চুক্তির আওতায় যুক্তরাজ্য অ্যান্টিবডি নিষ্ক্রিয় করার ১০ লাখ ডোজ ওষুধ পাবে। যাদের ভ্যাকসিন দেয়া সম্ভব হবে না, তাদের জন্য এই চিকিৎসা কাজে লাগবে।
কোয়ারেন্টিন ভেঙে সমর্থকদের সামনে ব্রাজিলের প্রেসিডেন্ট : করোনাভাইরাসকে এখনও শরীর থেকে তাড়াতে পারেননি, তারপরও রাষ্ট্রীয় বাসভবন আলভোরাদা প্যালেসের বাইরে এলেন ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
শুধু তাই নয়, রোববার নিজের সমর্থকদের শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে কথাও বলেন তিনি। তবে এ সময় বোলসোনারোর মুখে মাস্ক ছিল। তার পাশে ছিলেন কয়েকজন সহযোগী, যাদের কম সময়ই সামাজিক দূরত্ব মানতে দেখা গেছে।
ব্রাজিলিয়ান প্রেসিডেন্টকে কথা বলার সময় মাঝেমধ্যে মাস্ক মুখের নিচে নামাতে দেখা গেছে। কোয়ারেন্টিন ভেঙে এভাবে বাইরে এসে সমর্থকদের সঙ্গে কথা বলায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিল প্রেসিডেন্ট।
হাসপাতালে কোভিড রোগীর নাচ : ভারতের ওড়িশার কোরাপুট জেলার জেপোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করোনা রোগীর ‘ডিস্কো ডান্স’ দেয়ার ঘটনা ঘটেছে।
এই নাচ কাল হল ওই রোগীর। সরকারি চাকরিজীবী এই রোগী এখন তার চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন। নাচের ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
