ইউএনও ওয়াহিদা ও তার স্বামীকে ঢাকায় বদলি
যুগান্তর রিপোর্ট ও দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে বদলি করে ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। একই সঙ্গে রংপুরের পীরগঞ্জের ইউএনও হিসেবে কর্মরত তার স্বামী মো. মেজবাউল হোসেনকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। বুধবার এই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওয়াহিদা যেহেতু অসুস্থ এবং হাসপাতালে, আপাতত তার কোনো পদায়ন না করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়ায় পর্যন্ত তিনি সেভাবেই থাকবেন। তিনি জানান, ওয়াহিদা খানমের চিকিৎসার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সময়ে স্বামীও যাতে কাছাকাছি থাকতে পারেন সে জন্য তাকেও ঢাকায় বদলি করা হয়েছে।
এদিকে ইউএনও ওয়াহিদা ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা-মামলায় গ্রেফতার রবিউল ইসলামকে দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে। শনিবার আদালতে এই মামলার আরও ২ জন সাক্ষীর ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট ৫ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হল।
দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আসামি রবিউলকে রোববার (আজ) আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হতে পারে। ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরের ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়।
