Logo
Logo
×

শেষ পাতা

সাংগঠনিক কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত বিএনপির

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সাংগঠনিক কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত বিএনপির

করোনা মহামারীর কারণে ৫ মাস বন্ধ রাখার পর কমিটি গঠনসহ সাংগঠনিক কার্যক্রম ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে শনিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। রোববার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া গত ১৫ মার্চ থেকে স্থগিত করেছিল বিএনপি। এরপর পর্যায়ক্রমে এই স্থগিতাদেশ বর্ধিত করা হয়। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা মহামারী এখনও বিরাজমান। বাস্তবতার নিরিখে দলীয় কর্মকাণ্ডের অগ্রগতির জন্য সাংগঠনিক কার্যক্রম ও কমিটি গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সারা দেশের নেতা-কর্মীদের প্রতি পরামর্শ দিয়ে এতে আরও বলা হয়েছে, নেতা-কর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। স্থগিতাদেশ থাকলেও ইতোমধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনগুলো আগস্ট থেকে মাঠ পর্যায়ের কমিটি গঠনের কাজ শুরু করে দিয়েছে। বিএনপি কমিটি গঠনের ওপর স্থগিতাদেশ উঠিয়ে নেয়ার পর শনিবার রাতেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৪৯ সদস্যের কেন্দ্রীয় কমিটি (আংশিক) অনুমোদন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে বিগত সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন সম্পর্কে মহাসচিব সভাকে অবহিত করেন এবং তা অনুমোদন করা হয়। সভায় ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে তফসিল ঘোষণার পর দলীয় প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। স্থানীয় সরকারের যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছে সেগুলোতে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা ইউনিটগুলোর সুপারিশকৃত প্রার্থীদের মনোনয়নের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহাসচিবকে দায়িত্ব দেয়া হয়। সভায় পুনরায় (৪র্থ বার) বন্যা দেখা দেয়ায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় ত্রাণ কমিটিকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা বৃদ্ধির অনুরোধ করা হয়। বৈঠকে পেঁয়াজসহ অন্যান্য খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সরকার পেঁয়াজ আমদানি ও সরবরাহ নিশ্চিত করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার ফলে জনগণ যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে ক্ষোভ প্রকাশ করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দেশে পেঁয়াজসহ অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় প্রণোদনা দেয়ার দাবি জানানো হয় বৈঠকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম