হাটহাজারী মাদ্রাসা পরিচালনার দায়িত্বে তিন শিক্ষক
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরিচালনার দায়িত্বে থাকবেন মাদ্রাসার তিন জ্যেষ্ঠ শিক্ষক। শনিবার রাতে মাদ্রাসার মজলিসে শূরার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ তিন শিক্ষক হলেন মুফতি আবদুস সালাম, মাওলানা শেখ আহম্মদ ও মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া। এছাড়া মাদ্রাসার সাবেক সহকারী পরিচালক ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস ও শিক্ষা সচিব করা হয়েছে।
এদিকে রোববার দেশের কওমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণ সংস্থা আল হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয়ার অধীনে দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা শুরু হয়েছে।
সারা দেশের মতো হাটহাজারী মাদ্রাসার প্রায় ১৪শ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর আগে শিক্ষক ও পরীক্ষার্থীরা সদ্য প্রয়াত মাদ্রাসাটির সাবেক মহাপরিচালক আল্লামা আহমদ শফীর রুহের মাহফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।
এ ব্যাপারে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা ১০ বিষয়ের হবে। আজকের (রোববার) পরীক্ষা ৩ ঘণ্টাব্যাপী সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ৬টি বোর্ডের অন্তর্ভুক্ত বাংলাদেশের সবক’টি দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা হাইআতুল উলয়ার অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষ হবে ২৯ সেপ্টেম্বর।
