বাইডেনের প্রেস টিমের গুরুত্বপূর্ণ সব পদে নারী
বাইডেনের পায়ে ‘চিড়’, সুস্থতা কামনা ট্রাম্পের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রেস টিমের ঊর্ধ্বতন সব পদে নারীদের নিয়োগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের পদক্ষেপ এটিই প্রথম। এদিকে শনিবার পোষা কুকুরের সঙ্গে খেলার সময় পা পিছলে বাইডেনের পায়ের পাতায় চিড় (ফ্যাকচার) ধরেছে। এ খবর শোনার পর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সুস্থতা কামনা করেছেন। খবর বিবিসি, রয়টার্স ও এপির।
বাইডেনের প্রচার দফতর জানায়, নানাবিধ লোকের সমন্বয়ে পুরো দেশকে প্রতিফলিত করার মতো একটি প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। প্রেস টিমের নেতৃত্বে থাকবেন বাইডেনের প্রচার শিবিরের তথ্যবিষয়ক সাবেক উপপরিচালক কেইট বেডিংফিল্ড এবং তথ্য সচিব হতে যাচ্ছেন জেন সাকি। বারাক ওবামার সময়ে হোয়াইট হাউসের তথ্য পরিচালকের দায়িত্ব পালন করেছেন সাকি। এছাড়া নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শীর্ষ দুই তথ্য উপদেষ্টা হচ্ছেন সিমন স্যান্ডার্স ও অ্যাশলি এতিয়েন।
এক বিবৃতিতে বাইডেন বলেন, পুরোপুরি নারীদের নিয়ে প্রথমবারের মতো গঠিত হোয়াইট হাউসের প্রেস টিমের ঘোষণা দিতে পেরে আমি গর্বিত। এ যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিরা তাদের কাজে বিভিন্ন দৃষ্টিভঙ্গির প্রয়োগ ঘটাবেন এবং দেশকে ফের ভালো করে গড়ে তুলতে কাজ করবেন।
বাইডেনের পায়ে চিড়, সুস্থতা কামনা ট্রাম্পের : পোষা কুকুর মেজরের সঙ্গে খেলতে গিয়ে বাইডেনের পায়ের পাতায় চিড় ধরেছে। রোববার বাইডেনের অফিস থেকে বলা হয়, পায়ে আঘাত পাওয়ায় বাইডেন অর্থোপেডিস্টের শরণাপন্ন হয়েছেন। তার পায়ের এক্সরে ও সিটি স্ক্যান করানো হয়েছে। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন তার শুধু গোড়ালি মচকেছে। এরপর তার পায়ের আঘাতের বিস্তারিত জানতে তারা স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন।
পৃথক বিবৃতিতে বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনোর বলেন, পড়ে গিয়ে বাইডেন পা মচকে ফেলেছেন। এক্সরে পরীক্ষায় তার পায়ের পাতায় হাড়ে চুলপরিমাণ ফাটল ধরা পড়েছে। তবে তা গুরুতর নয়। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশেষ ‘হাঁটার বুট’ ব্যবহার করতে হতে পারে। এদিকে এ ঘটনা জেনে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে বাইডেনের সুস্থতা কামনা করেন। বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করে টুইটে তিনি লেখেন, ‘শিগগিরই সুস্থ হয়ে উঠুন!’
২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করবেন। দেশটির ইতিহাসে তিনিই হতে যাচ্ছেন সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট। ২০ নভেম্বর তিনি তার ৭৮তম জন্মদিন পালন করেছেন।
