Logo
Logo
×

শেষ পাতা

বাইডেনকে দুই রাজ্যে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাইডেনকে দুই রাজ্যে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা

যুক্তরাষ্ট্রের দুই ব্যাটেলগ্রাউন্ড উইসকনসিন ও আরিজোনা রাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মামলা খারিজ হওয়ার পর রাজ্য দুটিতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। খবর নিউইয়র্ক টাইমস, সিএনএন ও এপির।

উইসকনসিনে প্রেসিডেন্ট ট্রাম্পের মামলার কারণে পুনরায় আংশিক ভোট গণনা করা হয়। এতে বাইডেন ২০ হাজার ৬০০ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। স্থানীয় সময় সোমবার দুপুরে উইসকনসিন নির্বাচন কমিশনের চেয়ারউইমেন এ্যান জ্যাকব সার্টিফিকেশনে স্বাক্ষর করেন। পরে রাজ্যের গভর্নর টনি ইভার্সের সত্যায়িত করার মধ্য দিয়ে বাইডেনকে সরকারিভাবে উইসকনসিনে বিজয়ী ঘোষণা করা হয়।

আরিজোনায় ট্রাম্পের চেয়ে বাইডেন ১০ হাজার ৫০০ ভোট বেশি পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে সনদ দেয়ার সময় আরিজোনার গভর্নর কেটি হবস বলেন, রাজ্যের আইন ও নির্বাচন প্রক্রিয়া অনুসারে স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। রিপাবলিকানদের সাবেক নির্ভরযোগ্য এ ঘাঁটিতে ১৯৯৬ সালে সর্বশেষ ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বিল ক্লিনটন জয়ী হয়েছিলেন। আরিজোনার সার্টিফিকেশনকে প্রহসন আখ্যায়িত করে ট্রাম্পের প্রধান আইনজীবী রুডি গিলানি বলেন, বানোয়াট এবং মিথ্যা বিবৃতি প্রদানের মাধ্যমে এ সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন- এ বছরের প্রেসিডেন্ট নির্বাচন ইতিহাসের সম্ভবত সবচেয়ে ‘অরক্ষিত’ নির্বাচন ছিল। টুইটে ট্রাম্প বলেন, ‘খারাপ ভোটযন্ত্র দিয়ে এ বছর ভোট হয়েছে। ভুয়া পোস্টাল ব্যালটের বন্যা বয়ে গেছে।’ অন্য টুইটে তিনি বলেন, ‘সবাই জানে জালিয়াতি হয়েছে। না হলে বারাক ওবামার চেয়েও বেশি কৃষ্ণাঙ্গ ভোট বাইডেন পান কী করে! সবাই এটাও জানেন যে, বাইডেন কোনোমতেই আট কোটি ভোট পেতে পারেন না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম