হাইকোর্টে ৩৮টি বেঞ্চ গঠন
নিম্ন আদালতে ভার্চুয়ালি চলবে বিচার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য ৩৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ থেকে বুধবার প্রধান বিচারপতি স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাঝে শুক্র ও শনিবার ছুটির কারণে বিচারকাজ বন্ধ থাকবে। আগামী ১৮ জুলাই (রোববার) থেকে সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শুরু হবে। এ সময়ে বিচারকাজ পরিচালনার জন্য আগেই চারটি বেঞ্চ করে দিয়েছেন প্রধান বিচারপতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক উপস্থিতি ব্যতিরেকে শুধু আগামী ১৫ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।
নিম্ন আদালতে আজ থেকে ভার্চুয়ালি চলবে বিচার : সারা দেশের নিম্ন আদালতে আজ থেকে ভার্চুয়ালি বিচারকাজ চলবে। কোনো কোনো ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালনা করা যাবে। প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে আজ থেকে ২২ জুলাই পর্যন্ত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অধস্তন দেওয়ানি, ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে সব ধরনের শুনানি করা যাবে। তবে সাক্ষ্য গ্রহণ করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে অধস্তন দেওয়ানি আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীন আদালতে মামলা করা যাবে। একই সঙ্গে শারীরিক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণপূর্বক সাকসেশন ও অভিভাবকত্ব নির্ধারণবিষয়ক শুনানি ও নিষ্পত্তি করা যাবে। আসামির আত্মসমর্পণের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তিরা অধস্তন ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে শারীরিক উপস্থিতিতে আত্মসমর্পণের আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে শুনানি কার্যক্রমের পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণ ও সমন্বয় করতে হবে, যাতে আদালত প্রাঙ্গণে এবং আদালত ভবনে কোনোরূপ জনসমাগম না ঘটে। আত্মসমর্পণ দরখাস্ত শারীরিক উপস্থিতিতে শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি ও তার পক্ষে নিযুক্ত আইনজীবী ছাড়া অন্য কোনো আইনজীবী এজলাস কক্ষে অবস্থান করবেন না।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।
