Logo
Logo
×

শেষ পাতা

ব্যাংক খাত

সাইবার ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সাইবার ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আসন্ন ঈদুল আজহার ছুটিতে ব্যাংকগুলোকে অনলাইন ও এটিএম সেবা সার্বক্ষণিকভাবে নিশ্চিত করতে সংশ্লিষ্ট সিস্টেমসগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সাইবার ঝুঁকি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বুধবার এ নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এটি পাঠানো হয়েছে।

এর আগে করোনার সংক্রমণ রোধে চলা বিধিনিষেধের মধ্যে ব্যাংক ও আর্থিক খাতে অনলাইন লেনদেনের ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে এটিএম বুথ থেকে দিনে সর্বোচ্চ এক লাখ টাকা তোলা এবং অনলাইনে ব্যক্তি পর্যায়ে ১০ লাখ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ২৫ লাখ টাকা লেনদেনের সুযোগ দেওয়া হয়েছে। আগে এটিএম থেকে দিনে ৫০ হাজার টাকা এবং অনলাইন লেনদেনের ব্যক্তি পর্যায়ে ৫ লাখ এবং প্রাতিষ্ঠানিকভাবে ১০ লাখ টাকা লেনদেন করা যেত।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ও ঈদের ছুটির মধ্যে অনলাইন লেনদেন বেশি হবে। একই সঙ্গে লেনদেনের সীমাও দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। এতে ব্যাংকগুলোর অনলাইন সিস্টেমসের ওপর সাইবার হামলার ঝুঁকি বেড়েছে। এছাড়া জাতীয় কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) থেকে আর্থিক খাতসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তারা বলেছে, র‌্যানসামওয়্যার নামে একটি শক্তিশালী ভাইরাস এখন বিশ্বব্যাপী সাইবার হামলা চালাচ্ছে। গত ৩ জুলাই ভাইরাসটি যুক্তরাষ্ট্রের ২০০ প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এতে ১০টি দেশে ১০ হাজারের বেশি গ্রাহক ক্ষতির মুখে পড়েছে। এর আগে আমেরিকার হেলথ সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে ৬ কোটি ৭০ লাখ ডলারের ক্ষতি করেছে। এটির অস্তিত্ব বাংলাদেশেও পাওয়া গেছে। এ কারণে তারা সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এমন পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকেও বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের ভাইরাস যাতে কোনো হামলা চালাতে না পারে সেদিকে বিশেষ নজরদারি পরিচালনা করতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান খোলা : আজ, আগামী রোববার ও সোমবার আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত খোলা থাকবে। ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া অন্য দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। ওই সময়ে ঢাকায় একটি ও প্রতি জেলায় ১টি শাখা খোলা রাখতে হবে। এছাড়া প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট শাখাগুলোও খোলা রাখতে হবে। আলোচ্য সময়ে গ্রাহকরা আমানতের মেয়াদ পূর্তি হলে সেগুলো নগদায়ন ও ঋণের কিস্তি জমা দিতে পারবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম