Logo
Logo
×

শেষ পাতা

কুমিল্লা-সিলেট মহাসড়কে ৫০ কিমি. যানজট

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

কুমিল্লা-সিলেট মহাসড়কে ৫০ কিমি. যানজট

ছবি-যুগান্তর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত কাজ করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়ে রপ্তানি পণ্যমুখী গাড়ি, পশু ও আম বহনকারী ট্রাক। এ রিপোর্ট লেখা পর্যন্ত বুধবার সন্ধ্যা ৭টায় প্রায় ২৪ ঘণ্টা মানুষ যানজটে দুর্ভোগ পোহান। কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করলেও যানজট কমছে না। কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে অন্তত ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগ জানিয়েছে, লাঙ্গলবন্ধ সেতুর একপাশ মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বন্ধ করে ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত কাজ করা হয়। এরপর রাত ১০টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা অন্য পাশ মেরামত করা হয়। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যা ৬টার পর সেতুর দুই পাশ খুলে দেওয়ায় যানজট কমতে শুরু করেছে।

সড়ক বিভাগ থেকে বলা হয়েছে, বিকল্প পথ হিসাবে হালকা যানবাহন সমূহকে মোগদাপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক ও ভারী যানবাহন সমূহকে কাঁচপুর-ভুলতা- নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহার করতে হবে।

এদিকে, তীব্র যানজটের কারণে শতশত যানবাহনের চালক পণ্য নিয়ে যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

গার্মেন্ট পণ্য নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী লরি চালক টুটুল আহমেদ বলেন, আমি মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য রওয়ানা হই। প্রায় ১২ ঘণ্টা পর আজ (বুধবার) সকালে আমি ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছি। সড়কের যে অবস্থা গন্ত্যবে কখন পৌঁছাব জানি না।

কুরবানির পশু নিয়ে ঢাকা থেকে ফেনীমুখী ট্রাকের চালক আমিনূল ইসলাম বলেন, দীর্ঘ ১০ ঘণ্টা কুরবানির পশু নিয়ে যানজটে আটকে আছি। সব গরুর খাবার প্রয়োজন। অন্যথায় অসুস্থ হয়ে পড়বে। কখন গন্ত্যবে পৌঁছাব আল্লাহই ভালো জানেন।

রাজশাহী থেকে আম নিয়ে চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানের চালক স্বরজিৎ দাস বলেন, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে আম নিয়ে রওয়ানা হয়েছিলাম চট্টগ্রাম যাওয়ার জন্য। এখন পর্যন্ত (বুধবার সকালে) আমি ব্রাহ্মণবাড়িয়ায়। এ ২৪ ঘণ্টার মধ্যে আমি চট্টগ্রাম থেকে ফেরার কথা। অথচ আমি এখনো চট্টগ্রাম থেকে প্রায় ৩শ কিলোমিটার দূরে আছি। গাড়ির ভেতরে আমগুলোর কি অবস্থা জানতে পারিনি। তবে আম পচনশীল পণ্য তাই যথাসময়ে আনলোড না করা হলে সমস্যা হতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক আতিকুল ইসলাম শিমুল বলেন, নায়ায়ণগঞ্জের লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের কারণে বিকল্প সড়ক কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে রাত-দিন তারা হিমশিম খাচ্ছেন। তবে কঠোর বিধিনিষেধের কারণে গণপরিবহণ বন্ধ থাকায় যাত্রী ভোগান্তি তেমন নেই। আজ বিকাল ৩টায় সেতুর মেরামত কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করছেন সড়ক বিভাগের সংশ্লিষ্টরা।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, প্রথম দিনে লাঙ্গলবন্ধ সেতুর মেরামত কাজ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেনে গাড়ি চলাচল করায় যানজট বেড়ে যায়। কুরবানির পশুবাহী গাড়ি আটকে থাকায় বিপাকে পড়েছেন পশু বিক্রেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম