রপ্তানি দলিলাদি সরাসরি বিদেশে পাঠানো যাবে
মূল পরিবহণ দলিল এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকতে হবে * রপ্তানি আয় দেশে আসার পর মূল পরিবহণ দলিল এনডোর্স করা যাবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এখন থেকে নিজস্ব ওয়েবসাইট বা সুরক্ষিত চ্যানেলে রপ্তানিকারক নিজেই রপ্তানি ডকুমেন্ট (দলিলপত্র) বিদেশে পাঠাতে পারবেন। এ সংক্রান্ত এক?টি প্রজ্ঞাপন রোববার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। এর আগে পণ্য জাহাজীকরণের ১৪ দিনের মধ্যে রপ্তানি ডকুমেন্ট শুধু ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর সুযোগ ছিল। নতুন নির্দেশনায়, বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত প্রতিনিধির কাছে রপ্তানিকারকরা সরাসরি রপ্তানি ডকুমেন্ট পাঠাতে পারবেন। এক্ষেত্রে কয়েকটি শর্ত পরিপালন করতে হবে। এর মধ্যে মূল পরিবহণ দলিল এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট পণ্যের রপ্তানি আয় দেশে আসার পর মূল পরিবহণ দলিল এনডোর্স করা যাবে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী রপ্তানি ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর রেওয়াজ উঠে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বর্তমান ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মনে করছেন তারা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। রপ্তানি বিষয়ে নতুন নির্দেশনা অনুসারে বিদেশি ক্রেতার শর্তানুযায়ী রপ্তানি ডকুমেন্ট রপ্তানিকারক নিজেই বিদেশে পাঠাতে পারবেন। এডি ব্যাংক রপ্তানি আয় পাওয়ার পর মূল পরিবহণ দলিল সংশ্লিষ্ট পক্ষের নামে এনডোর্স করবে।
সার্কুলারে আরও বলা হয়, অনলাইনে রপ্তানির দলিলাদি পাঠানো হলেও ব্যাংকের সংশ্লিষ্ট শাখা রপ্তানিকারকের ব্যাংক হিসাবের কেওয়াইসি বা গ্রাহক সম্পর্কে জানার তথ্যগুলো মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় জারি করা বিধিমালা অনুযায়ী পরিপালন করতে হবে। এ ক্ষেত্রে কোনো শিথিলতা দেওয়া হয়নি।
সংশ্লিষ্টরা জানান, এতে পণ্য রপ্তানি প্রক্রিয়াটি সহজ হবে। একই সঙ্গে দ্রুত রপ্তানির প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হবে।
