Logo
Logo
×

শেষ পাতা

ঢাকা কর অঞ্চল-৫

সেরা করদাতা রংধনু গ্রুপের রফিকুল ইসলাম

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সেরা করদাতা রংধনু গ্রুপের রফিকুল ইসলাম

রাজধানীর সেগুনবাগিচায় মঙ্গলবার কর কমিশনার সোয়ায়েব আহমেদের হাত থেকে ঢাকা কর অঞ্চল-৫-এর সেরা করদাতার সম্মাননা গ্রহণ করছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম -যুগান্তর

ঢাকা কর অঞ্চল-৫ এর শীর্ষ ৫ করদাতার অন্যতম সেরা হয়েছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এ উপলক্ষে তাকে সম্মানিত করতে মঙ্গলবার বিকালে রাজধানীর সেগুন বাগিচায় কর অঞ্চল-৫ এর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর কমিশনার সোয়ায়েব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার গোলাম কবির, মোহাম্মদ মাহমুদুজ্জামান, যুগ্ম কর কমিশনার শেখ শামীম বুলবুল, উপ-কর কমিশনার পল্লব কুমার দেব, এসএম গালিব ফারুক, সহকারী কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়া, রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান দিপু, প্রকল্প পরিচালক কর্নেল (অব.) নাজির আহমেদ, আয়কর উপদেষ্টা এমদাদুল হক বাবুল প্রমুখ।

অনুষ্ঠানে রফিকুল ইসলামের হাতে শুভেচ্ছা স্মারক ও করদাতার সম্মাননা তুলে দেয়া হয়। কর কমিশনার সোয়ায়েব আহমেদ বলেন, রফিকুল ইসলামের মতো ব্যক্তি ও রংধনু গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলো করদানে আগ্রহী হচ্ছে বলেই আমরা পদ্মা সেতুর মতো বড় প্রকল্প করার সাহস পাই। দেশ প্রতিনিয়ত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। স্বনির্ভর হচ্ছে মানুষ।

রফিকুল ইসলাম বলেন, আগে মানুষ কর কর্মকর্তাদের নাম শুনলে ভয় পেত। তথ্য গোপন করত। এখন কর দিতে মেলার আয়োজন হয়। মানুষ লাইন ধরে উৎসবমুখর পরিবেশে কর দেয়। তার কারণ জনবান্ধব কর কর্মকর্তারা মানুষকে করদানে আগ্রহী করে তুলছেন। তারা করদানের সুফল মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নত রাষ্ট্র গড়ার অংশীদার হতে কর দিতে সক্ষম দেশের সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে করদানে আগ্রহী হতে অনুরোধ করেন।

 

করদাতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম