নির্বাচন নিয়ে বিরোধ
হোমনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার হোমনায় নির্বাচন নিয়ে বিরোধের জেরে সালাহ উদ্দিন ওরফে জহির (২৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘনিয়ারচর-তেভাগিয়া স্টিল ব্রিজের পাশে জহিরকে একা পেয়ে কুপিয়ে মৃত্যু হয়েছে মনে করে ফেলে যায় তারা। তাকে উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।
নিহত সালাহ উদ্দিন জহির আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মো. রেনু মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগ কর্মী ও ওয়াইফাই ব্যবসায়ী।
জহিরের চাচা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শহিদ মিয়া জানান, নির্বাচনের পর থেকে নির্বাচিত চেয়ারম্যান জালাল পাঠান ও তার ভাতিজা মুকবল পাঠানের ইন্ধনে তাদের লোকজন প্রকাশ্য নৌকার কর্মীদের হত্যার হুমকি দিয়ে আসছিল। জহির মারা যাওয়ার আগে বলে গেছে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাকে কুপিয়েছে। এরমধ্যে ইয়াসিন, শামীম, সেলিম, বাছিরসহ কয়েকজনের নাম বলতে পেরেছে।
অভিযোগের বিষয়ে মুকবল হোসেন পাঠান বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে এর সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
