Logo
Logo
×

শেষ পাতা

বইছে আলোচনা-সমালোচনার ঝড়

‘বেহেশতে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন ড. মোমেন

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

‘বেহেশতে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন ড. মোমেন

বর্তমান বৈশ্বিক মন্দার প্রভাবে অন্যান্য দেশের তুলনায় ‘আমরা সুখেই আছি, বেহেশতে আছি বলতে হবে’-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের এই মন্তব্যের জেরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। শুক্রবার করা তার এই মন্তব্য সংবাদমাধ্যমের শীর্ষে জায়গা করে নেয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে রীতিমতো ভাইরাল হয় বিষয়টি। এরই পরিপ্রেক্ষিতে ‘বেহেশতে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ড. মোমেন। শনিবার দুপুরে সিলেটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে গেলে তিনি শুক্রবারের ওই প্রসঙ্গ টেনে বলেন, ‘(বেহেশতের কথা) আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি (অন্য দেশের তুলনায়)....আর আপনারা সব জায়গায় লিখেছেন ‘বেহেশত বলেছেন’...মানে টুইস্ট করার (চেষ্টা)... বলেন নাই যে আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম...’ তখন সাংবাদিকরা বলেন, ‘আপনি যা বলেছেন, তা-ই অনএয়ার (প্রকাশিত) হয়েছে...’ এরপর মন্ত্রী বলেন, ‘মুদ্রাস্ফীতি ইংল্যান্ডে ১২ ভাগ, টার্কিতে ৬৭ ভাগ, পাকিস্তানে ৩৭ ভাগ, শ্রীলংকায় ১৫০ ভাগ, আর আমরা ৭ ভাগ... সেই দিক দিয়ে আমরা (ভালো আছি)।’ ড. মোমেন বলেন, ‘আমি বলেছি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং তাদের তুলনায় আমরা বেহেশতে আছি, এ কথা বলেছিলাম। কিন্তু আপনারা (সাংবাদিকরা) এক্কেবারে উল্টা!’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম