Logo
Logo
×

শেষ পাতা

অপহরণের পর খুন

চট্টগ্রামে এবার শিশু আয়াতের মাথা উদ্ধার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে এবার শিশু আয়াতের মাথা উদ্ধার

চট্টগ্রামে অপহরণের পর খুনের শিকার শিশু আলিনা ইসলাম আয়াতের মাথা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের শেষ প্রান্তের নালা থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় সেখানে আয়াতের স্বজন ও কয়েকশ উৎসুক মানুষ উপস্থিত ছিল।

পিবিআই পরিদর্শক (চট্টগ্রাম মেট্রো) মনোজ দে জানান, বৃহস্পতিবার সপ্তম দিনের মতো আকমল আলী রোডের নালার স্লুইস গেটে তল্লাশি চালানো হয়। বুধবার যে স্থান থেকে আয়াতের দুটি পা উদ্ধার করা হয় সে স্থানের পাশে পলিথিনে মোড়া মাথাটি পাওয়া যায়। রিমান্ডে থাকা খুনি আবির আলী যেভাবে বর্ণনা দিয়েছিল সেভাবেই মাথাটি পাওয়া যায়। ডিএনএ পরীক্ষার জন্য মাথাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৫ নভেম্বর নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার বাসিন্দা সোহেল রানার মেয়ে চার বছর ১১ মাস বয়সি আয়াত নিখোঁজ হন। ১০ দিন পর পিবিআই আবিরকে গ্রেফতারের মধ্য দিয়ে নিখোঁজ রহস্যের উদঘাটন করে। মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণের পরিকল্পনা করে তাদের বাড়ির ভাড়াটিয়া আজহারুলের ছেলে আবির।

শিশু আয়াত হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম