Logo
Logo
×

শেষ পাতা

১৪ দলের শরিকরা পেল ২ আসন

তিন আসনে উপনির্বাচনে প্রার্থী দিল আ.লীগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তিন আসনে উপনির্বাচনে প্রার্থী দিল আ.লীগ

শরিকদের দুই আসন ছেড়ে দিয়ে উপনির্বাচনে তিন আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এছাড়া একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে। রোববার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তরা হলেন-বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ।

মনোনয়ন বোর্ডের সভা শেষে রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের প্রবেশপথে উপনির্বাচনে তিন প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টিকে দেওয়া হয়েছে ঠাকুরগাঁও-৩ এবং জাসদকে বগুড়া-৪ আসন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বিএনপির এমপিদের পদত্যাগের কারণে ছয়টি আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

১ ফেব্রুয়ারি এসব আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপনির্বাচন প্রার্থী আ.লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম