১৪ দলের শরিকরা পেল ২ আসন
তিন আসনে উপনির্বাচনে প্রার্থী দিল আ.লীগ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শরিকদের দুই আসন ছেড়ে দিয়ে উপনির্বাচনে তিন আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এছাড়া একটি আসন উন্মুক্ত রাখা হয়েছে। রোববার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তরা হলেন-বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ।
মনোনয়ন বোর্ডের সভা শেষে রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের প্রবেশপথে উপনির্বাচনে তিন প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টিকে দেওয়া হয়েছে ঠাকুরগাঁও-৩ এবং জাসদকে বগুড়া-৪ আসন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বিএনপির এমপিদের পদত্যাগের কারণে ছয়টি আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
১ ফেব্রুয়ারি এসব আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
