আরও এক অডিও ফাঁস, স্থগিত তিন নিয়োগ বোর্ড
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের আরও একটি ফোনালাপের অডিও ফাঁস হয়েছে। রোববার বিকালে ‘মিসেস সালাম’ ফেসবুক আইডি থেকে অডিওটি ভাইরাল হয়। এতে ড. সালামকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নিয়োগপ্রার্থী সম্পর্কে কথা বলতে শোনা যায়। এর আগে বৃহস্পতি ও শুক্রবার তার পাঁচটি অডিও ফাঁস হয়েছিল। এসব অডিওতে একজন চাকরিপ্রত্যাশীর সঙ্গে নিয়োগ বোর্ড, প্রশ্নপত্র ফাঁস, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেনসংক্রান্ত কথা বলতে শোনা যায় উপাচার্যকে। এদিকে অনিবার্য কারণ দেখিয়ে রোববার বিশ্ববিদ্যালয়ের তিনটি নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন অডিও সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম যুগান্তরকে বলেন, যেটুকু সময় থাকতে চাই মাথা উঁচু করে থাকতে চাই। কখনো অন্যায়ের সঙ্গে আপস করব না। কোনো রকম দুর্নীতি, নিয়োগ বাণিজ্যের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের মানসম্মান সমুন্নত রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার জোদ্দার যুগান্তরকে বলেন, ব্যক্তিগতভাবে তিনি (উপাচার্য) এ কথা বলতেই পারেন। তবে কোনো প্রার্থীর সঙ্গে এমন কথাবার্তা বলাটা স্বাভাবিক নয়। এটি বোর্ড এবং প্রার্থীদের সুষ্ঠু নিয়োগে প্রভাবিত করবে। একটি প্রতিষ্ঠানপ্রধান হিসাবে তার এমন কথাবার্তা এবং বিশ্ববিদ্যালয়ের সব অর্গানের প্রতি বিরূপ মন্তব্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। অডিওতে তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সবাইকে দুর্নীতিবাজদের তালিকায় ফেলেছেন। আমরা কাউকে পদে বসানো বা পদ থেকে উৎখাত করতে চাই না। শিক্ষক সমিতি যে সিদ্ধান্ত নেবে, তা উপাচার্যের পক্ষে বা বিপক্ষে গেলে শিক্ষকদের কোনো দায় থাকবে না।
এদিকে অডিও ফাঁসের ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার পৃথকভাবে শিক্ষক সমিতি, শাপলা ফোরাম ও ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের সঙ্গে বৈঠক করেছে। প্রত্যেকের সঙ্গে উপাচার্য তার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। বৈঠকে অডিও ক্লিপের কণ্ঠস্বর তার নিজের বলে স্বীকার করেন তিনি। তবে তিনি দাবি করেন, এসব কথা পারিবারিক বা ইনফরমাল ওয়েতে স্বাভাবিকভাবেই বলেছেন।
তিন নিয়োগ বোর্ড স্থগিত : এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান যুগান্তরকে বলেন, শনিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে তিনটি বোর্ড স্থগিতের সিদ্ধান্ত হয়। রোববার বোর্ড স্থগিত আদেশের চিঠি প্রকাশ করা হয়েছে। এর বাইরে আমার কিছুই জানা নেই।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, প্রশাসনের নির্দেশে আজ সকাল ১০টায় অনুষ্ঠাতব্য ‘মেডিকেল অফিসার’ পদের নিয়োগ নির্বাচনি বোর্ড, ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠাতব্য শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ‘প্রভাষক’ পদের নিয়োগ নির্বাচনি বোর্ড এবং ওইদিন বেলা ১১টায় অনুষ্ঠাতব্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘সহকারী অধ্যাপক’ পদের নিয়োগ নির্বাচনি বোর্ড স্থগিত করা হয়েছে।
