সড়কে ঝরল বিশ্ববিদ্যালয় ও কলেজছাত্রের প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিজ বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। চট্টগ্রামে প্রাণ গেছে কলেজছাত্রের। এছাড়া পাঁচ জেলায় আরও পাঁচজনের প্রাণহানি হয়েছে।
এদের মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও নেত্রকোনার পূর্বধলায় দুই নারী, নরসিংদী ও দিনাজপুরের ঘোড়াঘাটে দুই শ্রমিক, মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল আরোহী, জয়পুরহাটের কালাইয়ে ভটভটি চালক ও বগুড়ার শেরপুরে শিশু রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
বাকৃবি : নিহত মোরশেদুল ইসলাম ইফতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১ম বর্ষের শিক্ষার্থী। সোমবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের দেবদারু সড়ক দিয়ে মোটরসাইকেলে আব্দুল জব্বার মোড়ে যাচ্ছিলেন ইফতি ও তার বন্ধু হাসিব (বাকৃবির শিক্ষার্থী)। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে টিএসসি সামনের সংস্কারাধীন রাস্তার গর্তে পড়ে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ইফতি ও আর তার বন্ধু হাসিব। আহত অবস্থায় ইফতিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যায়ের উপাচার্যের বাসভবনের সামনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা।
চট্টগ্রাম : ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক জিসানুল হক সানি নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার গ্রিন ভিউ আবাসিক এলাকার জিয়াউল হক সরকারের ছেলে ও চট্টগ্রামের বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। সোমবার রাত ১১টার দিকে নগরীর হালিশহর থানার নিউ ‘এ’ ব্লক মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আহত শাহাদাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের শান্তির মোড়ে মঙ্গলবার সকালে ভ্যানের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে হাসনা বানু নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
নেত্রকোনা : পূর্বধলায় ট্রাকচাপায় সমলা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার পাবই দাসপাড়ার আব্দুল হেকিমের স্ত্রী। জারিয়া-বিরিশিরি সড়কে মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সৃষ্টিগর এলাকায় বাসচাপায় আব্দুর সাত্তার নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছেন। তিনি শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের বঙ্গারটেক গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
কালাই (জয়পুরহাট) : কালাইয়ে ভটভটি উল্টে নিহত চালক মোমিন কালাই উপজেলার হাতিয়র গ্রামের কফিল উদ্দিনের ছেলে। এ সময় আহত হন একই গ্রামের আব্দুর রশিদ কাজীর ছেলে গোলাম মোস্তাফিজার। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের সাতার কুসুমসাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর (বগুড়া) : শেরপুরের শেরুয়া বটতলা ভবানীপুর সড়কের আন্দিকুমড়া পূর্বপাড়ায় মঙ্গলবার দুপুরে ট্রাকচাপায় মায়া খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার শাহ বন্দীগী ইউনিয়নের আন্দিকুমড়া পূর্বপাড়ার মিরাজুল ইসলামের মেয়ে।
বিরামপুর (দিনাজপুর) : ঘোড়াঘাটে বাসের ধাক্কায় রেনতুস হেম্রম নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। তিনি বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের ধানজুড়ি-কালিশহর গ্রামের পাউলুস হেম্রমের ছেলে। রেনতুস হেম্রম ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের আবিরের পাড়ায় তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। সোমবার রাত ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের মিশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী নিহতের দুলাভাই গুরুতর আহত হন। নিহত ব্যক্তি একজন সেনাসদস্য বলে তার সঙ্গে থাকা আইডি কার্ড থেকে নিশ্চিত হওয়া গেছে। নিহত সেনাসদস্য তুষার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মিলারচর গ্রামের শামসুল হকের ছেলে। আহত রিয়াজ উদ্দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নয়াকান্দি গ্রামের জসিম উদ্দিন মেম্বারের ছেলে।
