সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের যাত্রা শুরু
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাকিব আল হাসান অনেক সময়ই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই কাজে গতি বাড়াতে এবার যাত্রা শুরু হলো সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন নামের একটি সংগঠনের। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পোস্টারবয় সাকিব তার ৩৬তম জন্মদিনকেই বেছে নিলেন মহৎ এক কাজের জন্য। শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্যানসার ফাউন্ডেশনটির উদ্বোধন করা হয়। দেশের সুবিধাবঞ্চিত ক্যানসার রোগীদের চিকিৎসার কথা মাথায় রেখেই এ উদ্যোগ।
মানবিক কাজে সাকিবের পদার্পণ এই প্রথম নয়। বিভিন্ন সময় ‘দ্য সাকিব আল ফাউন্ডেশন’ও সহায়তার হাত বাড়িয়েছে। এবার ক্যানসার রোগীদের জন্য নামলেন এই অলরাউন্ডার। প্রথম দিকে দেশ-বিদেশে ক্যানসার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রদান, ওষুধের জোগান দেওয়া হবে এই ফাউন্ডেশন থেকে। সাকিব বলেন, ‘আজ পয়লা রমজান আবার আমার জন্মদিন। সবকিছু একই সঙ্গে মিলে গেছে। এমন দিনেই শুভ কাজের যাত্রা করতে চাই। ক্যানসার এমন একটা অসুখ, যাকে সবাই বলে মরণব্যাধি। কিন্তু মরণব্যাধির কথা ভেবেই তো বসে থাকলে হবে না। লড়াই করতে হবে। সাকিব আল হাসান ফাউন্ডেশন সাহায্য করতে চান ওইসব মানুষকে, যাদের খরচ চালানোর সামর্থ্য নেই।’ তিনি বলেন, ‘আমরা একজনকেও যদি সাহায্য করতে পারি তাহলে সেটাকেও বড় কাজ মনে করব। আশাটা বড়। সাকিব আল হাসান ফাউন্ডেশন একটি ক্যানসার হাসপাতাল করতে চায়। যেখানে অল্প খরচে উন্নত চিকিৎসা সম্ভব। তার আগে একটি ডায়াগনস্টিক সেন্টার করতে চাই এবং তার আগে সচেতনতা বাড়াতে চাই।’
এদিকে সাকিবের শাশুড়িও ক্যানসারে আক্রান্ত হয়ে গত বছর মারা গেছেন। অনুষ্ঠানে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একটি আবেগঘন ভিডিও বার্তা শোনানো হয়।
সাকিবের এই উদ্যোগের সঙ্গে রয়েছেন বিকেএসপির কয়েক ক্রিকেটার ও দুজন কোচ। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের সাবেক অধিনায়ক কাফি খানের সঙ্গে রয়েছেন জাতীয় দলের সাবেক বাঁ-হাতি স্পিনার ও নির্বাচক আব্দুর রাজ্জাক, জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ, নাসিরুল ইসলাম ও প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম ও জাতীয় দলের সাবেক কোচ সারওয়ার ইমরান এই ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সদস্য। গত বছর ফাউন্ডেশনের নিবন্ধন করা হয়েছে।
ফাউন্ডেশন উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। তিনি বলেন, ‘সাকিবের এটা একটা মহতী উদ্যোগ। অবশ্যই আমাদের সাহায্য থাকবে যেকোনো সময়, যেখানে যা লাগে। একটা সুবিধা আছে আমি আবার ওষুধ শিল্প সমিতিরও সভাপতি। অবশ্যই ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা ওষুধ বানাচ্ছি বাংলাদেশে, তারা এই প্রতিষ্ঠানকে যখন যা দরকার সাহায্য করবে।’
