খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শেখ আনসার আলীকে (৬০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজ পড়ে নগরীর শিরোমনি এলাকার ভাড়া বাড়িতে যাওয়ার সময় তাকে হত্যা করা হয়। নিহত আনসার আলী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী জাকির হোসেন হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন।
জানা যায়, সম্প্রতি আনসার আলী হত্যা মামলায় জামিন নিয়ে দিঘলিয়া ছেড়ে শিরোমনি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। গতকাল নামাজ শেষ করে বাড়ি ফেরার সময় শিরোমনির লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনটি গুলি আনসারের শরীরে লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন খান সন্ধ্যায় যুগান্তরকে জানান, আনসারের শরীরে তিনটি গুলি লেগেছে। ঘটনাস্থল থেকেই আমরা দুই রাউন্ড গুলি উদ্ধার করেছি। এটি পিস্তল বা রিভলবারের গুলি হতে পারে। তিনজন দুর্বৃত্তকারী গুলি করার পর মোটরসাইকেলে করে পালিয়ে গেছে। বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন কিনা জানা নেই। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গাজী জাকির হোসেন ২০২২ সালের ১ আগস্ট দিনগত রাত ১টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে একই বছরের ১২ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান জাকিরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
