উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে বৃদ্ধ নিহত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় এক কিশোর গুলিবিদ্ধ হয়। তাকে ক্যাম্পের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে ক্যাম্প-৫ ও ক্যাম্প-৮-এ রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী সংগঠনের মধ্যে গোলাগুলি হয়। এ ঘটনায় ক্যাম্প-৮ ডব্লিউ-এর বাসিন্দা ছৈয়দ আলম (৬০) নিহত এবং ক্যাম্প-৫ এর নুরুল আমিনের ছেলে মো. তাইফুর আহত হয়।
উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থলেই ছৈয়দ আলমের মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর হাসপাতাল মর্গে তার লাশ পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ তাইফুরকে ক্যাম্পের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্যাম্প-৫ এর পচা বাজার এলাকার কয়েকজন রোহিঙ্গা জানান, রাত ১টার পর ক্যাম্প-৫ এর বিভিন্ন মসজিদ থেকে হঠাৎ ঘোষণা আসে ব্লকে কিছু অপরিচিত মানুষ প্রবেশ করেছে। এর পরপরই তারা গোলাগুলির শব্দ শুনেছেন। রোহিঙ্গাদের সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র কিছু সদস্য ভারী অস্ত্র নিয়ে ক্যাম্প-৫ এ প্রবেশ করে সেখানে পাহারারত রোহিঙ্গাদের বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে আরসার সদস্যরা গুলি চালায়। আহতদের সংখ্যা আরও বেশি বলে তারা দাবি করেন। জানা গেছে, গত কয়েক মাস ধরে রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং কয়েকগুণ বেড়েছে। প্রতিদিনই কোনো না কোনো ক্যাম্পে হত্যার ঘটনা ঘটছে। ফলে সাধারণ রোহিঙ্গারাও আতঙ্কে থাকেন।
