Logo
Logo
×

শেষ পাতা

সিলেট সিটি নির্বাচন

আ.লীগ প্রার্থীর নির্বাচনি কমিটি নিয়ে ক্ষোভ

Icon

আবদুর রশিদ রেনু, সিলেট

প্রকাশ: ১৬ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আ.লীগ প্রার্থীর নির্বাচনি কমিটি নিয়ে ক্ষোভ

ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটিকে ‘রাখালহীন নেতৃত্ব’ বলে অভিহিত করেছেন নগর আওয়ামী লীগের একাধিক নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেট মহানগরে নির্বাচন পরিচলনা কমিটির প্রধান করার মতো একজন লোক নেই, এটা একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের জন্য লজ্জার।

এদিকে নির্বাচনে দলের নেতাকর্মীদের অংশ না নিতে চিঠি দিয়েছে নগর বিএনপি। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এই চিঠি দলের বিভিন্ন পর্যয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট বক্তব্য-এই পাতানো নির্বাচনে দলের কোনো পর্যায়ের নেতাকর্মী মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচন কিংবা নির্বাচনি কর্মকাণ্ড করতে পারবে না। যদি দলের কোনো নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করেন বা নির্বাচনি কাজে জড়িত হন, তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

৪ মে রাতে নগরীর একটি অভিজাত কনভেনশন হল রুমে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক উপস্থিত ছিলেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করে বিজ্ঞপ্তি দেওয়ার কিছু সময় পর জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে কো-চেয়ারম্যান করে কমিটি গঠন করা হয়েছে। একইভাবে সদস্য সচিব করা হয় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে। আনোয়ারুজ্জামান চৌধুরীকে কমিটির প্রথম সদস্য করা হয়েছে। পাঁচ সদস্যের এই কমিটি পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সেই কমিটিতে মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতাদের অন্তর্ভুক্ত করার কথা। এই কমিটি বর্ধিত না হলেও বিভিন্ন উপকমিটি গঠন ও অঞ্চল বিভক্ত করে দায়িত্ব প্রদানে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ নেতারা।

যার ধারাবাহিকতায় সিলেট সিটি করপোরেশনকে চারটি অঞ্চলে ভাগ করে স্থানীয় শীর্ষ নেতাদের প্রচারণার দায়িত্ব দিয়ে গেছেন। সিটি করপোরেশনকে পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণ সুরমা জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলে রয়েছে সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের মধ্যে এক-তৃতীয়াংশ ওয়ার্ড। এ অঞ্চলের দায়িত্বে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। ২০, ২১, ২৪, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬-এ ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পূর্বাঞ্চলের দায়িত্বে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী। ১৩ থেকে ১৯, ২২ ও ২৩-এ ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত মধ্যাঞ্চলের দায়িত্বে আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন। ১২, ২৫ থেকে ৩০, ৪০, ৪১, ৪২-এ ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত দক্ষিণ সুরমা জোনের দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। প্রত্যেক অঞ্চলপ্রধানকে সহযোগিতায় রয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে গঠিত পৃথক টিম। বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনে প্রচার উপকমিটির আহ্বায়ক আব্দুর রহমান জামিল।

এছাড়াও দলীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির অধীনে আরও চারটি উপকমিটি গঠন করা হয়। কমিটিগুলো হলো দপ্তর উপকমিটি, প্রচার উপকমিটি, মিডিয়া উপকমিটি ও লিগ্যাল এইড উপকমিটি।

সিলেট সিটি করপোরেশন নির্বাচন আওয়ামী লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম