Logo
Logo
×

শেষ পাতা

স্ত্রীর মামলায় অভিযোগ গঠন

বরখাস্ত হলেন কুড়িগ্রামের সেই এএসপি সোহেল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বরখাস্ত হলেন কুড়িগ্রামের সেই এএসপি সোহেল

মো. সোহেল উদ্দিন

অবশেষে সাময়িক বরখাস্ত হলেন বহুল আলোচিত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহেল উদ্দিন। তিনি কুড়িগ্রামের রৌমারী সার্কেলে কর্মরত ছিলেন।

স্ত্রীর করা যৌতুক মামলায় অভিযোগ গঠনের পর তার বিষয়ে এমন সিদ্ধান্ত এলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এর আগে যুগান্তরে তাকে নিয়ে ‘চাকরির শুরুতেই ৫ কোটি টাকার মালিক এএসপি সোহেল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। বর্তমানে তার বিরুদ্ধে ঢাকার আদালতে ধর্ষণ, অর্থ আত্মসাৎ, হত্যাচেষ্টা, যৌতুক, নির্যাতন, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ পাঁচটি মামলা চলমান রয়েছে।

জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এএসপি সোহেলের বিরুদ্ধে তার স্ত্রী রিফাত জাহান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২০১৮ সালে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।

ওই মামলায় ২০২২ সালের ২ অক্টোবর সোহেল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। পরে ২০২২ সালের ১০ নভেম্বর আদালত এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তাই চাকরিবিধি অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুলিশ কর্মকর্তা সোহেল বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ আদেশ তার বিরুদ্ধে জামিন নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। ইতোমধ্যে পূর্ণ বেতনভাতা নিয়ে থাকলে তা সমন্বয় করতে হবে।

এদিকে সোহেল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, পাঁচ বছরের চাকরি জীবনের ৩ বছরেরও কম সময়ে সাড়ে পাঁচ কোটি টাকারও বেশি সম্পদ গড়েছেন তিনি। এর মধ্যে সাড়ে তিন কোটি টাকা বিভিন্ন খাতে বিনিয়োগও করেছেন। বাকি দেড় কোটির বেশি টাকা রয়েছে নগদ ও ব্যাংক হিসাবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়েছেন আড়াই কাঠা জমি। এর বাইরেও তার রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে অলংকারাদি।

এ সম্পদ গড়তে অর্থ আত্মসাৎসহ পদে পদে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিন এখানেই থেমে থাকেননি। আগের বিয়ে গোপন করে করেছেন দ্বিতীয় বিয়ে। আবার দ্বিতীয় বিয়ে গোপন রেখে জড়িয়েছেন একাধিক অবৈধ সম্পর্কে। তাদের থেকেও হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা।

পুলিশ সদর দপ্তরে এএসপি সোহেলের বিরুদ্ধে দেওয়া এক নারী বিসিএস ক্যাডার কর্মকর্তার অভিযোগের সূত্র ধরে যুগান্তরের অনুসন্ধানে বেরিয়ে আসে এসব তথ্য। যদিও শুরু থেকেই এএসপি সোহেল অধিকাংশ অভিযোগ অস্বীকার করে আসছেন।

বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম