Logo
Logo
×

শেষ পাতা

সিলেট সিটি নির্বাচন

প্রতীক বরাদ্দের আগেই ফেস্টুনে সয়লাব নগরী

Icon

আবদুর রশিদ রেনু, সিলেট

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রতীক বরাদ্দের আগেই ফেস্টুনে সয়লাব নগরী

ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের আগেই আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা ও জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলের লাঙ্গল প্রতীকসংবলিত ফেস্টুনে সয়লাব নগরী। আচরণবিধি লঙ্ঘন করে তাদের সমর্থকরা নগরজুড়ে প্রার্থীর সঙ্গে তাদের নিজের ছবি, দলীয় প্রতীক দিয়ে রঙিন ফেস্টুন লাগিয়েছেন। বিষয়টি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের শামিল বলছেন নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে শুক্রবার দেখা গেছে, নগরীর চৌহাট্টা, দরগা মহল্লা, মিরের ময়দান, সুবিদবাজার এলাকায় বিদ্যুৎ লাইনের খুঁটি, সড়ক বিভাজক ও নির্মাণাধীন স্থাপনায় ফেস্টুন সাঁটানো আছে। এর মধ্যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার কোণায় স্থাপিত গেটে আনোয়ারুজ্জামানের পক্ষে ভোট চেয়ে প্রতীকসহ পোস্টার লাগিয়েছে মানবিক বাংলাদেশ সোসাইটি, সিলেট জেলা ও মহানগর শাখা। পোস্টারে প্রার্থী ছাড়াও সংস্থার ১৩ জনের ছবি রয়েছে।

একই এলাকার একটি গাছের উভয় পাশে নৌকার পক্ষে ভোট চেয়ে নিজের ছবিসহ পোস্টার লাগিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাউথাম্পটন শাখার সাধারণ সম্পাদক আবু শুয়াইব জগলুল করিম কৌরেইশী, একই শাখার যুগ্ম সম্পাদক নজরুল তরফদার ফারুক। তাদের ফেস্টুন রয়েছে নগরীর চৌহাট্টায় নির্মাণাধীন একটি স্থাপনাতেও।

একই স্থাপনায় নৌকার পক্ষে ভোট চেয়ে রঙিন ফেস্টুন লাগিয়েছেন সৈয়দ আলফু মিয়া। মিরের ময়দান এলাকায় বিদ্যুৎ লাইনের খুঁটিতে নৌকার পক্ষে ভোট চেয়ে ফেস্টুন লাগিয়েছেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ যুবলীগের সাধারণ সম্পাদক আসাদ মো. আব্দুল্লাহ। একই এলাকায় বিদ্যুৎ লাইনের খুঁটিতে লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে ফেস্টুন লাগিয়েছেন নগরীর ১৮নং ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আলী বাবলা, ৩৩নং ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক সেলিম আহমদ। নগরীর চৌহাট্টা এলাকায় ফেস্টুন লাগিয়েছেন সিলেট মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বরাকাত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান, স্থানীয়ভাবে এলাকায় আধিপত্য বিস্তার, প্রার্থীর মনোযোগ আকর্ষণ ও আস্থাভাজন হওয়ার প্রতিযোগিতায় নেমে দলীয় কর্মীরা প্রতীক বরাদ্দ হওয়ার আগেই এসব ফেস্টুন লাগান। যা সিটি করপোরেশন আচরণবিধি লঙ্ঘন। তারা বলেন, সিটি নির্বাচন আচরণবিধিমালা কাগজে আছে, বাস্তবে নেই। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তারা।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদেরকে ফোন করা হলে তিনি ধরেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচনসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রতীক বরাদ্দের আগে কোনো মাধ্যমেই প্রচারণার সুযোগ নেই। শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান জানান, প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের ফেস্টুন, ব্যানার কিংবা বিলবোর্ড তার বা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে লাগানো হয়নি। তার অজান্তে কর্মী-সমর্থকরা নগরীর বিভিন্ন স্থানে ফেস্টুন লাগাতে পারে। প্রতীক বরাদ্দের পরই তিনি নগরীতে বিধি অনুযায়ী পোস্টার লাগাবেন। এ সময় তিনি কর্মী-সমর্থকদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান। একই বক্তব্য জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুলের।

সিটি নির্বাচন সিলেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম