চট্টগ্রামে আ.লীগ নেতারা
যারা পাকিস্তানের স্বপ্ন দেখছে তাদের মরণযাত্রা হবে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে আওয়ামী লীগ নেতারা বলেছেন, যারা স্বাধীনতা চায়নি এবং এখনও পাকিস্তানের স্বপ্ন দেখছে-এ মাটি থেকে তাদের মরণযাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকির প্রতিবাদ এবং জামায়াত-বিএনপির অরাজকতা ও নাশকতার বিরুদ্ধে আয়োজিত সমাবেশে তারা এ কথা বলেন। রোববার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে লালদীঘি মাঠে এ জনসভার আয়োজন করা হয়। এতে নগরীর ১৫টি থানা, ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হন। বিকাল ৩টার মধ্যে লালদীঘি লোকে লোকারণ্য হয়ে যায়।
জনসভার প্রধান অতিথি আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি বলেন, বিপ্লব তীর্থ চট্টগ্রাম হলো এমএ আজিজ, জহুর আহমদ চৌধুরী, এমএ হান্নান ও চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রাম। এ মাটি কখনো পরাভব মানেনি। তিনি বলেন, যারা স্বাধীনতা চায়নি এবং এখনও পাকিস্তানের স্বপ্ন দেখছে-এ মাটি থেকে তাদের মরণযাত্রা শুরু হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনুন্নত ও গরিব দেশকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। অনেক দুর্যোগ-দুর্বিপাকের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটা হয়তো বা কোনো কোনো মহলের সহ্য হচ্ছে না।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনও ষড়যন্ত্র হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারেনি, বরং যারা আওয়ামী লীগকে ধাক্কা দিতে চেয়েছে তারাই ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। তিনি বলেন, বিএনপি স্বপ্ন দেখছে ড. ইউনূস এসে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু এটা মোটেও সম্ভব নয়।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছে তাদেরই কবরে যেতে হবে। কোনো শক্তি আওয়ামী লীগকে রুখতে পারবে না। জনসভায় সর্বস্তরের দেশপ্রেমিক জনগণের উপস্থিতি সেটাই প্রমাণ করে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভা সঞ্চলনা করেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও শফিকুল ইসলাম ফারুক। বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা সফর আলী, এমএ লতিফ এমপি, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, শফিক আদনান, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।
