Logo
Logo
×

শেষ পাতা

চট্টগ্রামে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ছুরি মেরে হত্যা

Icon

চট্টগ্রাম ব্যুরো ও পাহাড়তলী প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ছুরি মেরে হত্যা

চট্টগ্রামে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ছুরি মেরে যুবককে হত্যা করা হয়েছে মো. আজাদ নামে এক যুবককে। রোববার ভোরে পাহাড়তলী থানার নয়াবাজার বিশ্বরোডের মুখে এ ঘটনা ঘটে। নিহত আজাদ ওই এলাকার নাজিরবাড়ির মো. ইব্রাহিমের ছেলে। আজাদ একটি গ্যারেজের কেয়ারটেকার ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, শনিবার রাতে আজাদের গ্যারেজের সামনে প্রশ্রাব করাকে কেন্দ্র করে হাতাহাতির জেরে এ খুনের ঘটনা ঘটেছে। তবে পরিবারের দাবি, চাঁদাবাজিতে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা আজাদকে হত্যা করেছে। মৃত্যুর আগে গুরুতর আহত আজাদ দুই হত্যাকারীর নাম বলে গেছেন। এ ঘটনায় আজাদের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে পাহাড়তলী থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলেন-মো. ওসমান, রাজু, রাজিব ও ফয়সাল। স্থানীয়রা জানান, দুটি বাইকে চার যুবক এসে আজাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম