Logo
Logo
×

শেষ পাতা

যুগান্তরে সংবাদের সত্যতা মিলল

বিআরটিএ’র সেই আরিফুলের দেড় কোটি টাকা জব্দ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিআরটিএ’র সেই আরিফুলের দেড় কোটি টাকা জব্দ

যুগান্তরের সংবাদ প্রকাশের পর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার জেলা কার্যালয়ের সাবেক সহকারী মোটরযান পরিদর্শক (বর্তমানে নোয়াখালীতে কর্মরত) আরিফুল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধানের শুরুতেই ডাচ্-বাংলা ব্যাংকের কক্সবাজার শাখায় একটি অ্যাকাউন্টে দুই কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে বর্তমানে থাকা ১ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৬০৭ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও কক্সবাজার জেলায় বিভিন্ন এলাকায় তার নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুদক।

দুদক জানিয়েছে, অনুসন্ধান কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজার সিনিয়র দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বিআরটিএ-এর সহকারী মোটরযান পরিদর্শক আরিফুল ইসলামের অ্যাকাউন্টে থাকা ১ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার ৬০৭ টাকা জব্দের নির্দেশ দিয়েছেন। ২৫ মে তিনি এ নির্দেশনা দিলেও রোববার (২৮ মে) আদালতের নির্দেশনার চিঠিটি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ডাচ্-বাংলা ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ শাহ আলম। এর আগে ১৩ অক্টোবর দৈনিক যুগান্তরে প্রিন্ট ও অনলাইন ভার্সনে ‘কক্সবাজার বিআরটিএ পরিদর্শক ঘুস নেন ব্যাংক অ্যাকাউন্টে’ শিরোনামে একটি অনুসন্ধান সংবাদ প্রকাশিত হয়। এরপর তাকে নোয়াখালীতে বদলি করা হয়। অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অনুসন্ধানের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করে দুদক।

দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ বলেন, আদালতের নির্দেশে টাকাগুলো জব্দ করা হয়েছে এবং আরিফুল ইসলামের বিষয়ে অনুসন্ধান চলছে।

এ বিষয়ে কথা বলতে আরিফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিআরটিএ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম