কেএনএ’র নির্যাতন
বান্দরবানের স্কুলে আশ্রয় নিল ১১ পরিবার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল আর্মির (কেএনএ) ভয়ে বান্দরবানের রুমা উপজেলার পাহাড়ি গ্রাম ছেড়ে ১১টি পরিবার পাশের থানচি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। এদিকে রুমা উপজেলার সন্ত্রাসী কেএনএ’র আস্তানায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।
রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাকলাইপাড়ায় কেএনএ সন্ত্রাসীরা পাহাড়িদের অত্যাচার-নির্যাতন করে আসছে এবং হুমকি-ধমকি দিচ্ছে। এ কারণে সোমবার ১১টি পরিবারের ৩২ সদস্য গ্রাম ছেড়ে পাশের থানচি উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ১৩ জন নারী ও ৯ শিশু। থানচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রিতদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে রুমা উপজেলার রেমাক্রী পাংসা ইউনিয়নের দুর্গম থিংদল গ্রামে কেএনএ’র গোপন আস্তানায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে ১৩টি বন্দুক, একটি পিস্তল, বিপুল পরিমাণে গুলি, সরঞ্জাম ও বিস্ফোরক আইইডি রয়েছে। তবে টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায়।
