Logo
Logo
×

শেষ পাতা

ভারতে পালানোর চেষ্টা

রূপগঞ্জের সন্ত্রাসী মোশা কুড়িগ্রামে গ্রেফতার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা বাহিনীর প্রধান মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে মোশাকে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। ভারতে পালিয়ে যাওয়ার সময় বুধবার রাতে সহযোগী দেলোয়ার হোসেনসহ মোশাকে র‌্যাব গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়। সাতদিনের রিমান্ড চেয়ে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ২৫ মে রূপগঞ্জের নাওড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোশা বাহিনীর ৭০-৮০ জন সন্ত্রাসী এলাকায় শোডাউন, লোকজনকে মারধর ও গুলিবর্ষণ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেও মোশা বাহিনীর সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে মোশাকে গ্রেফতার করা হলে সন্ত্রাসীরা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় পাঁচ-ছয়জন পুলিশ সদস্য আহত হন। এরপর ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকায় মোশা ও দেলোয়ার আত্মগোপন করে।

র‌্যাব জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ মামলা করে। অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১১ ও র‌্যাব-১৩ যৌথ অভিযান চালায়। অভিযানে মোশা ও দেলোয়ারকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জের নাওড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দিয়েছে।

খন্দকার আল মঈন জানান, বিভিন্ন সময়ে অর্থের বিনিময়ে বিভিন্ন ভূমিদস্যুদের সহযোগিতা করতে মোশা একটি বাহিনী গড়ে তোলে। এ বাহিনীতে ৭০-৮০ জন সদস্য রয়েছে। মোশার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, চাঁদাবাজি, মাদক ও প্রতারণাসহ ৪০টির বেশি মামলা রয়েছে। পাঁচবারের বেশি সে গ্রেফতার হয়েছে এবং বিভিন্ন মামলায় সে কারাভোগ করেছে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা মোশা ২০ বছর বয়স থেকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। রূপগঞ্জের বিভিন্ন এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে দেলোয়ার জড়িত। তার বিরুদ্ধে পাঁচটির বেশি মামলা রয়েছে। বিভিন্ন মেয়াদে একাধিকবার সে কারাভোগও করেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতাউর রহমান জানান, র‌্যাব সদস্যরা মোশা ও দেলোয়ারকে চার রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন ও একটি পিস্তলসহ থানা সোপর্দ করেছেন। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দেওয়া হয়েছে। তাদের সব মামলার রেফারেন্স উল্লেখ করে সাতদিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পাঠানো হয়েছে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম