সিলেট সিটি নির্বাচন
দলীয় প্রার্থীর প্রচারে কেন্দ্রীয় নেতারা
আবদুর রশিদ রেনু, সিলেট
প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয় নিশ্চিত করতে স্থানীয় নেতাদের পাশাপাশি প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় নেতারাও। নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারাও প্রচার চালিয়ে যাচ্ছেন দলীয় প্রার্থীর পক্ষে। নগরীর অলিগলিতে চলছে কাউন্সিলর প্রার্থীদের বিরামহীন প্রচার। নারী-পুরুষ সমান তালে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নগরজুড়ে জমজমাট প্রচারণার মাঝে দলীয় নেতাকর্মীদের নির্বাচনসংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সিলেট মহানগর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জাম চৌধুরীর প্রচারণায় অংশ নেওয়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সৈয়দা জেবুন্নেছা হক, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সুজিত রায় নন্দী, শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।
বুধবার নগরীর বন্দর বাজার এলাকার করিম উল্লাহ মার্কেটে গণসংযোগ করেন মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে আধ্যাত্মিক এ নগরীকে একটি আধুনিক স্মার্ট ব্যবসায়ী ও পর্যটনবান্ধব নগরী হিসাবে গড়ে তুলব। তিনি নির্বাচনে ব্যবসায়ীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। এর আগে তিনি নগরীর মেন্দিবাগস্থ কুশিঘাট ও কাজিরবাজার মাদ্রাসায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কৃষিবিষয়ক সম্পাদক তপন মিত্র, করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী আতাউল্লাহ সাকের, সানাউল্লাহ ফাহিম, কুদরত উল্লাহ ফায়ের, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল অদুদ পাভেল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিশু প্রমুখ।
জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলের প্রচারণায় অংশ নেওয়া কেন্দ্রীয় নেতারা হলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী ও মনিরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা প্রমুখ। বুধবার দুপুরে নগরীর রিকাবীবাজারে এলাকায় গণসংযোগ করেন নজরুল ইসলাম বাবুল। এ সময় তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে ব্যবসায়ীদের ট্যাক্স মওকুফসহ তাদের কল্যাণে কাজ করে যাব। আমাকে আপনারা নির্বাচিত করুন, আমি আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যাব। তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলে সিলেটেও গাজীপুরের ফলাফল হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান নগরীর ৩৪নং ওয়ার্ড শাহপরান মাজার, বালুচর, ৩৫নং ওয়ার্ড মেজরটিলা এলাকায় গণসংযোগ করেন। এছাড়াও তিনি পথসভা করেন নগরীর দরগাহ গেট, ব্লু বার্ড স্কুলের সামনে, ঝরনার পাড়, রিকাবী বাজার, লামা বাজার, মির্জা জাঙ্গাল, কাজী ইলিয়াস পয়েন্ট, মেডিকেল গেট এলাকায়। এ সময় মাহমুদুল হাসান বলেন, সিলেট আধ্যাত্মিক নগরী, পবিত্র নগরী। এ নগরীর মানুষ ইসলাম, আলেম-ওলামার চিহ্নিত শত্রুকে ভোট দেবে না।
বিরত থাকার নির্দেশ বিএনপির : নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ-পরোক্ষভাবে দলীয় নেতাকর্মীদের কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে সিলেট মহানগর বিএনপি। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তারা। এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৩ জন নেতাকর্মীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
