Logo
Logo
×

শেষ পাতা

সিলেটে প্রতিদ্বন্দ্বীর বাসায় গিয়ে সশস্ত্র হুমকিতে তোলপাড়

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেটে প্রতিদ্বন্দ্বীর বাসায় গিয়ে সশস্ত্র হুমকিতে তোলপাড়

সিলেটের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বাড়ির দিকে বন্দুক তাক করে আছে (ইনসেটে) প্রতিদ্বন্দ্বী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেনের অনুসারীরা -সিসিটিভি থেকে নেওয়া

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নগরজুড়ে প্রচারণার মধ্যেই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া ও হুমকি দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান। এ ঘটনার পরপরই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পাশপাশি ঘুরছে ইনবক্স থেকে ইনবক্সে।

শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে এ ব্যাপারে লিখিত অভিযোগ দাখিল করেছেন হুমকির শিকার সায়ীদ মো. আব্দুল্লাহ।

অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের নেতৃত্বে ২০-২৫ অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী সায়ীদ মো. আব্দুল্লাহ বাসার ফটকে গিয়ে মহড়া দেয়। এমনকি সন্ত্রাসীরা বন্দুক তাক করে তাকে হত্যার হুমকিও দেয়। ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর জন্যই এই হুমকি দেওয়া হয়েছে বলে সায়ীদ মো. আব্দুল্লাহ দাবি করেছেন।

শুধু তাই নয়, ৭ নং ওয়ার্ডের অলিগলিতে মোটরসাইকেলে অস্ত্রের মহড়া, পোস্টার ছিঁড়ে ফেলা, মাইকিংয়ে বাধা দেওয়া, কর্মীদের বাসাবাড়িতে সশস্ত্র অবস্থায় হুমকির অভিযোগও করেন সায়ীদ মো. আব্দুল্লাহ।

সায়ীদ আব্দুল্লাহ বলেন, বন্দুকধারী ক্যাডাররা নগরীর চিহ্নিত সন্ত্রাসী। কেউ কেউ জামিনে বেরিয়ে এসে নির্বাচনি মাঠে আতঙ্ক ছড়াচ্ছে। এর মধ্যে মো. আবুল কালাম আজাদ ওরফে তুহিন অন্যতম। তিনি পিস্তল-গুলিসহ গ্রেফতার হয়ে সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন। এসব অভিযোগের ব্যাপারে আফতাব হোসেন খান যুগান্তরকে বলেন, সায়ীদ জামায়াতের লোক। সে আমার প্রতিদ্বন্দ্বীই নয়, রাজনৈতিক শত্রুও। আমাকে বিতর্কিত করতে তার লোকজন এডিট করে ভিডিও ছেড়েছে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে ফোন করা হলে তিনি নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখছেন বলে ওই প্রান্ত থেকে একজন জানান। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এডিট করা বলে একাধিক স্থানে গণসংযোগ প্রচারণায় তিনি দাবি করেছেন। সিলেট সিটির রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের যুগান্তরকে বলেন, পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

তোলপাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম