Logo
Logo
×

শেষ পাতা

রংপুরে গাছের ডাল ভেঙে মা মেয়ের মৃত্যু

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রংপুরে গাছের ডাল ভেঙে মা মেয়ের মৃত্যু

রংপুর নগরীতে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর গঙ্গাচড়া সড়কের চব্বিশ হাজারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাবাসহ অপর এক মেয়ে। নিহতরা হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা রানী সরকার ও তার বড় মেয়ে রাজশ্রী সরকার। কৃষ্ণা রানী গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি তুলশীরহাট এলাকার ব্রজেন্দ্র নাথ সরকারের স্ত্রী। তারা রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় বসবাস করতেন।

পশুরাম মেট্রোপলিটন থানার ওসি রবিউল ইসলাম জানিয়েছেন, এদিন কৃষ্ণা রানী, তার স্বামী, বড় মেয়ে এবং ছোট মেয়ে শুভশ্রী সরকার মোটরসাইকেলে তুলসীরহাটের গ্রামের বাড়ি থেকে রংপুর নগরীতে দিকে যাচ্ছিলেন। তারা ওই এলাকায় পৌঁছালে রাস্তায় পাশে থাকা একটি রেইন ট্রি গাছের ডাল ভেঙে কৃষ্ণা রানী ও তার বড় মেয়ের ওপর পড়ে। এতে গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নিলে সেখানেই মৃত্যু হয়। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

রংপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম