মানবাধিকার লঙ্ঘন
৯০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের নিষেধাজ্ঞা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিভিন্ন দেশের ৯০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর শুক্রবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। আজ মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৭৫তম বার্ষিকী উপলক্ষে তিনটি দেশ সমন্বিত এই পদক্ষেপ নিয়েছে। এসব দেশে ওইসব ব্যক্তির সম্পদ জব্দ এবং তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে ক্ষতিকর দিকটিতে দৃষ্টি দেওয়া হয়েছে।
খবরে বলা হয়, ১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মাকিন পররাষ্ট্র দফতর ও ট্রেজারি বিভাগ। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, যেসব দেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে-সেগুলো হলো আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, লাইবেরিয়া, চীন, রাশিয়া, দক্ষিণ সুদান ও সুদান, সিরিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ে।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের দুজন আফগানিস্তান সরকারের মন্ত্রী। তারা দেশটিতে মেয়েদের উচ্চমাধ্যমিক শিক্ষার সুযোগ বন্ধ করার মাধ্যমে নারী নিপীড়নে জড়িত বলে অভিযোগ। ইরানের দুই গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে সরকারবিরোধীদের ওপর সহিংসতার পরিকল্পনার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এছাড়া চীনের জিনজিয়ানে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতনের অভিযোগে দেশটির দুই কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, ৪৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে বেলারুশের বিচার বিভাগের ১৭ জন, ইরানের ৫ জন এবং কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের ৯ জন রয়েছেন।
তাদের সম্পদ জব্দ ও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, বিশ্বজুড়ে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা কেড়ে নেওয়া নিপীড়নকারী শাসকগোষ্ঠী এবং অপরাধীদের আমরা সহ্য করব না।
কানাডা ৭ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এ তালিকায় রয়েছে চেচনিয়ায় এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার লঙ্ঘনে জড়িত চার রুশ নাগরিক ও মিয়ানমার জান্তা প্রধান।
