Logo
Logo
×

শেষ পাতা

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো যুক্তরাষ্ট্রের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব ফের ‘ভেটো’ দেওয়ার মাধ্যমে আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করেছিল পরিষদের অন্যতম অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত। এদিকে অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় ২৪ ঘণ্টায় আরও ৩১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরা, রয়টার্স, বিবিসির।

নিরাপত্তা পরিষদের প্রস্তাবে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির পাশাপাশি দুটি বিষয় অন্তর্ভুক্ত করেছিল আমিরাত-(১) আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিন ও ইসরাইলের সব বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং (২) শিগগির এবং শর্তহীনভাবে সব জিম্মিকে মুক্ত করতে হবে।

শুক্রবার পরিষদের বৈঠকে প্রস্তাবটি উত্থাপনের পর সেটি গৃহীত হয় এবং সদস্য রাষ্ট্রগুলোর ভোটের জন্য উত্থাপন করা হয়। ভোটে পরিষদের স্থায়ী-অস্থায়ী ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩টিই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

বাদ ছিল কেবল দুই স্থায়ী সদস্য রাষ্ট্র যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ভোটদান থেকে বিরত থাকে এবং যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিরুদ্ধে সরাসরি আপত্তি বা ভেটো ক্ষমতা প্রয়োগ করে।

ভেটো দেওয়ার পর যুক্তরাষ্ট্র বলেছে, আমাদের প্রায় সব পরামর্শই এ প্রস্তাবে উপেক্ষা করা হয়েছে। জাতিসংঘের যুক্তরাষ্ট্র মিশনের উপ রাষ্ট্রদূত রবার্ট উড বক্তব্যে সরাসরি বলেন, ‘এই প্রস্তাব বাস্তবতা বিচ্ছিন্ন এবং এর মাধ্যমে আসলে গঠনমূলকভাবে সেখানে বিদ্যমান সংকটের সমাধান সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আমরা এখন, এই পরিস্থিতিতে এমন কোনো অস্থায়ী যুদ্ধবিরতি আর সমর্থন করতে পারি না-যা আসলে সেখানে পরবর্তী যুদ্ধের বীজ রোপণ করবে।’

জাতিসংঘের যুক্তরাজ্য মিশনের প্রধান ও রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বৈঠক শেষে জানিয়েছেন, আমিরাতের প্রস্তাবে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হামলার বিরুদ্ধে নিন্দা না জানানোয় এর পক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাজ্য। প্রস্তাবের ভেটো দেওয়ার পর যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল, ওক্সফাম, ডক্টরস উইথদাউট বর্ডার্সসহ চীন এবং রাশিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ। আর জাতিসংঘে স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা পাওয়া স্টেট অব প্যালেস্টাইন প্রস্তাবের এ পরাজয়কে ‘ইতিহাসের টার্নিং পয়েন্ট’ বলে উল্লেখ করেছে। ফিলিস্তিন বলেছে কাল এই সময়ের মধ্যেই শত শত মানুষের মৃত্যু হবে।

এর আগে ১৭ অক্টোবর প্রথমবারের মতো গাজায় যুদ্ধবিরতের প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। তখনো ভোটাভুটির সময় সেই প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র।

এদিকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সমন্বিত হামলায় বৃহস্পতিবার এবং শুক্রবার ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩১০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জাতিসংঘ সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছে ৭ অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৭,৫০০ জনে। এদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু, ইসরাইলের এসব হামলায় আরও প্রায় ৪৬,০০০ মানুষ আহত হয়েছেন।

প্রতিবেদনে বৃহস্পতি ও শুক্রবারের কিছু মারাত্মক হামলার কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে গাজা শহরের পূর্বে আল-দর্জ এলাকায় একটি বাড়িতে ইসরাইলি বোমায় ৩০ জন নিহত হয়েছেন। গাজা শহরের পূর্বাঞ্চলে দুটি বাড়িতে হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলে নুসিরাত শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে হামলায় নিহত হয়েছেন ১৩ জন। আর গাজার দক্ষিণে খান ইউনিসের পশ্চিমে একটি আবাসিক ভবনের হামলায় ৯ জন নিহত হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম