দেড় হাজার গুণ আয় বেড়েছে মমিন মণ্ডলের
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ-সদস্য আব্দুল মমিন মণ্ডলের পাঁচ বছর আগে হাতে নগদ ছিল ৩ লাখ ১৬ হাজার ৮৩৩ টাকা। বর্তমানে তার হাতে রয়েছে ৪৭ কোটি ৪১ লাখ ৮৭ হাজার ৮৯২ টাকা। সে হিসাবে পাঁচ বছরে তার আয় বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৪৯৬ গুণেরও বেশি। তবে তার মাসিক আয় কমেছে ১৩ গুণ। পূর্বের মাসিক আয় ছিল এক কোটি ১২ লাখ ৪৬ হাজার ৭৩২ টাকা, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৮৬ লাখ আট হাজার ৯৯১ টাকায়। এ নগদ টাকা ও সম্পদের হিসাব দিয়েছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ-সদস্য ও মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মণ্ডল। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া ২০১৮ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনের হলফনামা পর্যালোচনা করে এ চিত্র পাওয়া যায়। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেখা যায়, নগদ টাকা ছিল ৩ লাখ ১৬ হাজার ৮৩৩ টাকা। এ সময় ব্যাংকে জমা দেখানো হয় ৩৫ লাখ ৬৬ হাজার ৩৪৫ টাকা, ব্যবসার মূলধন ছিল ৯৫ কোটি ৭ লাখ ৬১ হাজার ২৬ টাকা, স্বর্ণ ও মূল্যবান ধাতু ছিল ২ লাখ ৫০ হাজার টাকা, ইলেকট্রনিক সামগ্রী ২ লাখ ও আসবাবপত্র ছিল ১ লাখ ২৫ হাজার টাকার। একই সময়ে তার স্ত্রীর হাতে নগদ টাকা ছিল ৫০ লাখ ৪৪ হাজার ৫০৩ টাকা, ২০০ ভরি স্বর্ণ ও ব্যবসার মূলধন ৩ কোটি ৪২ লাখ ১৪ হাজার ৪৩৪ টাকা ও ৫ লাখ টাকার এফডিআর। মমিন মণ্ডলের নামে ওই সময়ে কৃষি জমি ছিল ১৪ দশমিক ৮৮ একর, আর অকৃষি জমি ছিল ৫ দশমিক ১২ একর। অপরদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় নগদ টাকা দেখানো হয়েছে ৪৭ কোটি ৪১ লাখ ৮৭ হাজার ৮৯২ টাকা। ব্যাংকে জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ৯৯২ টাকা। ব্যবসার মূলধন দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ১৯০ কোটি ৬০ লাখ ১ হাজার ১৬৫ টাকা। ইলেকট্রনিক সামগ্রী বেড়ে হয়েছে ৪ লাখ এবং আসবাবপত্র ১ লাখ ৭০ হাজার টাকায় দাঁড়িয়েছে। তবে স্বর্ণ ও মূল্যবান ধাতু অপরিবর্তিত রয়েছে। একই সময়ে তার স্ত্রীর হাতে নগদ টাকা সাড়ে ৬ গুণ বেড়ে ৩ কোটি ৩০ লাখ ৪৭ হাজার ১৩৭ টাকা হয়েছে। মমিন মণ্ডলের নামে ওই সময়ে কৃষি জমি ছিল ১৪ দশমিক ৮৮ একর, আর অকৃষি জমি ছিল ৫ দশমিক ১২ একর। বর্তমানে কৃষি জমি ১৭ দশমিক ৮৪ একর, আর অকৃষি জমি ২৪ দশমিক ৩২ একর। বেলকুচি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মমিন মণ্ডল ২০১৮ সালে প্রথমবারের মতো সিরাজগঞ্জ-৫ আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে সংসদ-সদস্য নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১৪ সালে তার বাবা প্রয়াত আব্দুল মজিদ মণ্ডল এ আসনের সংসদ-সদস্য ছিলেন।
