|
ফলো করুন |
|
|---|---|
বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা হল ৩০ বছর। যেসব কারণে চাকরির বয়স ৩৫ বছর করা উচিত, তা ইতিমধ্যে বহুবার আলোচিত হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার জন্য আন্দোলনও হয়েছে। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, যথাযথ কর্মসংস্থানের অভাবে বেকারত্ব দিন দিন বাড়ছে। হতাশাগ্রস্ত যুবসমাজ নানাভাবে বিপথগামী হচ্ছে। এ অবস্থায় চাকরিতে প্রবেশের বয়স কমপক্ষে ৩২ বছর করা হোক।
দেশে গড় আয়ু বাড়ছে, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর করা হয়েছে। এসব বিষয় বিবেচনা করে সরকারি স্কুল-কলেজ শিক্ষকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের অবসরের বয়স কমপক্ষে ৬২ বছর করা হোক। এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
গোলাম মোর্শেদ
ইব্রাহিমপুর, ঢাকা
