Logo
Logo
×

চিঠিপত্র

পরিবেশ রক্ষায় অতিথি পাখিরা

Icon

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শীত এলেই বাংলাদেশে আসে অতিথি পাখি। প্রতি বছর শীতকাল এলেই জলাশয়, বিল, হাওর ও পুকুরে রঙ-বেরঙের নাম না-জানা পাখির উপস্থিতি লক্ষ করা যায়। আদর করে আমরা সেগুলোকে অতিথি পাখি নামে ডাকি। নাম অতিথি হলেও এ পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে হাজির হয় তাদের জীবন বাঁচাতে। অতিথি পাখির কলকাকলিতে ভরে ওঠে প্রাকৃতিক পরিবেশ। এরা সাধারণত শীতকালে সুদূর হিমালয় ও সাইবেরিয়া অঞ্চল থেকে উড়ে এসে আমাদের দেশের জলাশয়গুলোয় আশ্রয় নেয়। বসন্তকাল এলেই এসব অতিথি পাখি আবার চলেও যায়। কিছু অসচেতন মানুষ প্রতি বছর অতিথি পাখি শিকার করে থাকে। এতে দেশের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় দেশের বন্যপ্রাণী নীতির যথাযথ প্রয়োগ জরুরি হয়ে পড়েছে।

অতিথি পাখি বাংলাদেশে আশ্রয় নিয়ে এদেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেউ যাতে অতিথি পাখি শিকার না করে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

মাহফুজুর রহমান খান মেলান্দহ, জামালপুর

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম