Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

সাদাহ জার্নাল

Icon

নূরনবী সোহাগ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

তোমার মুখর চোখের

অভিমুখে

জন্মেছি বোবাগাছ

ময়ূরদশায়

হয়েছি নির্জন দর্শক

কাশমেঘের দোদুল্য সরণিতে

যেভাবে ডুবে যাও

তারই ঘ্রাণ কুড়িয়েছি

ঘনসন্ধ্যায়

জলজ আঙুল পুঁতে গেছ

পৌষের তীব্র শরীরে

যত উদযাপন

প্রহরের গায়ে দাগ কেটে

ভবিষ্যৎ স্বপ্নে

তুমি দেখলে

বোবাগাছে কথার মুকুল।

আমি ফুল অবধি বেঁচে থাকছি

বাঁচিয়ে রাখছি ঘুম

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম