Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

জীবিত?

Icon

আব্দুল্লাহ শুভ্র

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সদ্যমৃত চড়ুইয়ের দুটো ডানা কেটে-

মাটির তৈরি খেলনা পায়রায় জুড়ে দিই,

বহুকাল পর, পায়রাটি উড়ে যায়!

দাঁড় কাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম