Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

ভুল ভুলানি

Icon

শেখ মিজানুর রহমান

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ভুল ভুলানি

ভূতের রানী, ভুল ভুলানি

তাল পুকুরে স্নান করে।

রাত দুপুরে কেওড়া তলা

নাকি সুরে গান ধরে।

শ্মশান পাড়ায়, গাছের গোড়ায়

একটা যদি লাশ পোড়ে।

কানি খুড়ির খুপরি ঘরে

বড় বড় ঢিল ছোড়ে।

জন্ম : ১৯৭৯ সালে গোপালগঞ্জ জেলার সদর থানার খাটিয়াগড় গ্রামে। পেশা : শিক্ষকতা, তিনি কবিতার পাশাপাশি ছড়াকার, গীতিকার এবং নিয়মিত পুঁথিচর্চা করেন। প্রকাশিত কাব্যগ্রন্থ ১টি, ছড়াগ্রন্থ ৩টি।

কবিতা সাহিত্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম