|
ফলো করুন |
|
|---|---|
ভূতের রানী, ভুল ভুলানি
তাল পুকুরে স্নান করে।
রাত দুপুরে কেওড়া তলা
নাকি সুরে গান ধরে।
শ্মশান পাড়ায়, গাছের গোড়ায়
একটা যদি লাশ পোড়ে।
কানি খুড়ির খুপরি ঘরে
বড় বড় ঢিল ছোড়ে।
জন্ম : ১৯৭৯ সালে গোপালগঞ্জ জেলার সদর থানার খাটিয়াগড় গ্রামে। পেশা : শিক্ষকতা, তিনি কবিতার পাশাপাশি ছড়াকার, গীতিকার এবং নিয়মিত পুঁথিচর্চা করেন। প্রকাশিত কাব্যগ্রন্থ ১টি, ছড়াগ্রন্থ ৩টি।
