Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

সবুজ টিপ

Icon

মনজুর তাজিম

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সবুজ টিপ

বাংলা মায়ের সবুজ টিপ মুহুরী নদী-ফেনী

জন্ম আমার এই মাটিতে ধন্য চিরদিনই।

পাগলা বাবার এই মাটিতে সোনার ফসল ফলে

এই মাটিরই ধোয়ায় চরণ বঙ্গ-সাগর জলে।

শিলুয়ারই জীবন্ত শিল প্রতিদিনই শুনি

হাজার বছর গরবিনী রাজার ঝিয়ের দিঘি!

পুবের পাহাড় স্বপ্ন আমার সমসের গাজী বীর

নবীন সেনের কাব্যে অমর মুহুরী নদীর তীর।

ভাষাশহীদ সালাম মোদের দুঃসাহসী বীর

জনম জনম তাইতো মোরা গর্বে উচ্চ শির।

জন্ম ৮ ডিসেম্বর ১৯৫২, নেত্রকোনা জেলার কেন্দুয়াতে পিতার কর্মস্থলে। স্থায়ী নিবাস ফেনীর শহরের ডাক্তারপাড়া। পেশা : সাংবাদিকতা। প্রকাশিত উল্লেখযোগ্য কাব্য-উল্টো দেয়ালে চুনকাম, অচিন কবির পদাবলী, মাতাল মোহনার কাছাকাছি।

সবুজ টিপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম