Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

অপরাহ্নজলে

Icon

বকুল আকতার দরিয়া

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

অপরাহ্নজলে

বৃষ্টির পালক খসিয়ে

শূন্যে উড়ে গেছে ঘনবরষা

বকসাদা কাশফুলের আদর বুলিয়ে

দূর পাহাড়ে চুমু খায় শরৎ-হেমন্ত

আর, তুমি ঝড় তোল নিষ্ফলা বাতাসে

অথবা, সঙ্গম ইচ্ছুক নারীর খোঁপায় গুঁজে দাও

কাঁঠালচাঁপার ফুল

রাতের সৈকতে ভেড়াও যৌবনতরী

মাছ হয়ে এসো অপরাহ্নজলে।

জন্ম : ২ ফেব্রুয়ারি ১৯৭১, কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। স্থায়ী বসতি ফেনী। প্রকাশিত কাব্য : অবরুদ্ধ স্বপ্নের কবিতা। সম্পাদিত ছোটকাগজ : পানসি, প্রতিভা, গোধূলিয়া। পেশা : সাংবাদিকতা।

অপরাহ্নজলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম