Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

আত্মকাহন

Icon

রাবেয়া সুলতানা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আত্মকাহন

অতিমানবী হবো-কখন বলেছি?

বলেছি নাকি? অনন্তপ্রভা স্বপ্নের ঘোরে

আবৃত্তি করে সুখকাব্য

চকচকে চুম্বকের হাতছানি

পারিজাত কিশলয়ে ভ্রমরের গুঞ্জন।

অতঃপর জানালা কাহন...

হিরন্ময় স্মৃতি তুলে আনি।

কোথায় পঞ্চবটী বন, প্রেমকানন?

একবিন্দুও কিছু নেই

ধূমায়িত কুয়াশা আর শূন্যতা ছাড়া!

জন্ম : ১ জুন ১৯৮০। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রকাশিত কাব্য : তোমার মোহে তোমার ঘোরে, কাউকে কিছু না বলে, ঘুড়ি বলে উড়ে যাও। গল্পগ্রন্থ : নারীভাবনা লালসালু এবং লোকটি, গল্পে গল্পে সোনালী অতীত।

আত্মকাহন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম