Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

ভাঙনের ঢেউ

Icon

সৈকত রায়হান

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ভাঙনের ঢেউ

ডুবে থাকতে হয় ইশারায়; তাই

মজে আছি সফেদ শুভ্রতায়-

অযাচিত শব্দের নির্ঘুম কোলাহল

ছুড়ে ফেলে শব্দহীন নৈঃশব্দ্যে...

নদীর সিঁথানে মাথা রেখে শুনি

আচম্বিত ঝরা বকুলের নীরব কান্না,

হৃদ্গহিনে বয়ে যায় ভাঙনের ঢেউ।

এখন ভাটির টান ইশারায়

কেবলই ডাক পাঠায়...

চারদিকে রেনি চাই-নিধুয়া পাথার।

জন্ম : ১ জুলাই ১৯৭৪। লেখাপড়া : স্নাতক। পেশা : চাকরি, সাংবাদিকতা। প্রকাশিত কাব্য : শালফুলি বৃষ্টি (যৌথভাবে)। সম্পাদনা করেন সাহিত্যপত্র ‘শব্দবাহন’।

ভাঙন ঢেউ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম