স্বাধীনতা
আর কে শামীম পাটোয়ারী
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মেয়েটি যেখানে দাঁড়িয়ে
সেখানে বিশেষত পতিতারা দাঁড়ায়
রাজ্যের ক্ষুধা চোখে নাগরিকেরা
তাকিয়ে লোলুপ।
যেন এখনই গিলে খায় রমণযোগ্য প্রতিটি ইন্দ্রিয়
একজন মৌলবীও চেয়ে মুখে
সেক্যুলার হাসি, যেন নারী-স্বাধীনতা তিনিও
নিয়েছেন মেনে। অন্তত পতিতার স্বাধীনতা!
জন্ম : ১৯ নভেম্বর ১৯৮০। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। পেশা : ব্যাংক কর্মকর্তা। সম্পাদনা : ছোটকাগজ ‘ষড়ঋতু’। ছাগলনাইয়া গণপাঠাগারের দপ্তর সম্পাদক এবং এ উপজেলার চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব।
