Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

স্বাধীনতা

Icon

আর কে শামীম পাটোয়ারী

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

স্বাধীনতা

মেয়েটি যেখানে দাঁড়িয়ে

সেখানে বিশেষত পতিতারা দাঁড়ায়

রাজ্যের ক্ষুধা চোখে নাগরিকেরা

তাকিয়ে লোলুপ।

যেন এখনই গিলে খায় রমণযোগ্য প্রতিটি ইন্দ্রিয়

একজন মৌলবীও চেয়ে মুখে

সেক্যুলার হাসি, যেন নারী-স্বাধীনতা তিনিও

নিয়েছেন মেনে। অন্তত পতিতার স্বাধীনতা!

জন্ম : ১৯ নভেম্বর ১৯৮০। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। পেশা : ব্যাংক কর্মকর্তা। সম্পাদনা : ছোটকাগজ ‘ষড়ঋতু’। ছাগলনাইয়া গণপাঠাগারের দপ্তর সম্পাদক এবং এ উপজেলার চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব।

স্বাধীনতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম