Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

সচল ইমেজ

Icon

সবুজ তাপস

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সচল ইমেজ

ঘুমোতে যাই

মোরগেরা হাঁটছে, শিমগাছেরা লতাচ্ছে,

চড়ুই ডাকছে পোঁতা বাঁশের মাথায়...

মাছেদের ঘাইশব্দ-টুপটাপ, ঢোঁড়াসাপ

সাঁতার কাটছে, ব্যস্ত পানিব্যাঙ...

ঘুমোতে যাই, ঘুমোতে পারি না।

জন্ম : ১৭ ফেব্রুয়ারি ১৯৭৭। পেশা : শিক্ষকতা। প্রকাশিত কাব্য-সবুজ তাপস। সম্পাদনা : সাহিত্যকাগজ- ঢেউ, চেরাগিআড্ডা। দর্শনচিন্তা : দৃষ্টান্তবাদ।

সচল ইমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম