|
ফলো করুন |
|
|---|---|
চন্দন পালংকে দেবদাসের মন
খুঁজে ফিরে পার্বতী প্রেম; নশ্বর আবেগে
বসন্ত-কাননে উর্বর উষ্ণতা
ঝরাপাতায় মুখ লুকায় পরাস্ত উপাখ্যান
যে কালের জ্যোতি খুঁজেছিল
অনুসন্ধিৎসু চোখ! সে কি প্রেম ছিল?
নাকি আবেগের অবগাহনে
মিছে কোনো সন্ন্যাসী খেলা!
অপ্রাপ্তির রূঢ় আয়োজনে বেঁচে থাকে প্রেম
প্রাপ্তির প্রচ্ছদে বিপ্রতীপ হয়ে উল্টো রথে ফেরে।
জন্ম : ৩১ ডিসেম্বর ১৯৭১, ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সিলোনীয়া-উত্তর নেয়াজপুর গ্রামে। পেশায় ব্যবসায়ী।
