Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

দৃশ্য এবং নদী

Icon

মাহবুব বারী

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দৃশ্য এবং নদী

কোনো দৃশ্য দেখতে গেলেই মনে পড়ে তোমার কথা

কোনো দৃশ্যই তোমার মতো ছিল না

কোনো নদী দেখতে গেলেই মনে পড়ে তোমার কথা

কোনো নদীই তোমার মতো ছিল না

আমি তোমার মধ্যে দৃশ্য এবং নদী দেখতে দেখতে

যখন পৌঁছে গেছি সোনালি শীর্ষে

তখন তুমিই হয়ে গেলে দৃশ্য এবং নদী।

জন্ম : ২ নভেম্বর ১৯৫২ মির্জাপুর, টাঙ্গাইল। স্থায়ীভাবে বসবাস জামালপুরে। প্রকাশিত উল্লেখযোগ্য কবিতার বই : হ্যাঙ্গার, ঈশ্বরের ছবির ওপর, অধরা, অনির্বাচিত। সম্পাদিত গ্রন্থ : নজরুল কাব্যে আরবি-ফারসি শব্দের ব্যবহার, আবদুল মান্নান সৈয়দের সঙ্গে যৌথভাবে।

কবিতা সাহিত্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম