|
ফলো করুন |
|
|---|---|
কোনো দৃশ্য দেখতে গেলেই মনে পড়ে তোমার কথা
কোনো দৃশ্যই তোমার মতো ছিল না
কোনো নদী দেখতে গেলেই মনে পড়ে তোমার কথা
কোনো নদীই তোমার মতো ছিল না
আমি তোমার মধ্যে দৃশ্য এবং নদী দেখতে দেখতে
যখন পৌঁছে গেছি সোনালি শীর্ষে
তখন তুমিই হয়ে গেলে দৃশ্য এবং নদী।
জন্ম : ২ নভেম্বর ১৯৫২ মির্জাপুর, টাঙ্গাইল। স্থায়ীভাবে বসবাস জামালপুরে। প্রকাশিত উল্লেখযোগ্য কবিতার বই : হ্যাঙ্গার, ঈশ্বরের ছবির ওপর, অধরা, অনির্বাচিত। সম্পাদিত গ্রন্থ : নজরুল কাব্যে আরবি-ফারসি শব্দের ব্যবহার, আবদুল মান্নান সৈয়দের সঙ্গে যৌথভাবে।
